Google Ads

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন -উত্তর। কৃষিসেবা২৪

#সাধারণ_জ্ঞানঃ

কৃষিসেবা২৪



#বাংলাদেশ_বিষয়াবলী 

০১. মুজিব বর্ষের লোগো সঠিকভাবে ব্যবহারের জন্য কতটি নির্দেশনা দেওয়া হয়েছে?
উত্তরঃ ১০টি। 

০২. বৈশ্বিক সামাজিক সক্ষমতা সূচক -২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৭৮তম (৮২টি দেশের মধ্যে)। 

## প্রথম – ডেনমার্ক, দ্বিতীয় – ফিনল্যান্ড, তৃতীয় – সুইডেন এবং চতুর্থ – আইসল্যান্ড। 

০৩. দেশে প্রথমবারের মতো ই-পাসপোর্ট চালু হয় কবে?
উত্তরঃ ২২ জানুয়ারি, ২০২০. 

## ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট চালু হবে। 

## ৪৮ ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট পাওয়া যাবে। 

## ৫ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট (৪৮ পৃষ্ঠা) চার্জ
 – ৩,৫০০ টাকা, জরুরী পাসপোর্ট চার্জ – ৫,৫০০ টাকা এবং অতি জরুরী পাসপোর্ট চার্জ – ৭,৫০০ টাকা।
## ১০ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট (৪৮ পৃষ্ঠা) চার্জ – ৫,০০০ টাকা, জরুরী পাসপোর্ট চার্জ – ৭,০০০ টাকা এবং অতি জরুরী পাসপোর্ট চার্জ – ৯,০০০ টাকা।

০৪. ই-পাসপোর্ট চালুর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে কত তম দেশ?
উত্তরঃ ১১৯তম। 
## দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ। (তথ্যসুত্রঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল)

০৫. ‘বীর কমলা দিঘী’ কোথায় অবস্থিত?
উত্তরঃ চকরিয়া, কক্সবাজার। 

০৬. বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কি?
উত্তরঃ পায়রা সমুদ্রবন্দর, পটুয়াখালি। 

০৭. নির্মাণাধীন ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ মহেশখালী, কক্সবাজার। 

০৮. ২০০৯-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে আসা রেমিটেন্সের মোট পরিমাণ কত?
উত্তরঃ ১৫৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার। 

০৯. ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের কতটি দেশে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হয়েছে?
উত্তরঃ ১৭৩টি দেশে। (০৭ ও ০৮ নং প্রশ্নের তথ্যসুত্রঃ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ)

১০. দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা কত?
উত্তরঃ প্রায় ২৪ লাখ মেট্রিক টন। 

১১. বাজার মূলধনের দিক দিয়ে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান কত তম ছিল?
উত্তরঃ ৩৮তম।

#আন্তর্জাতিক বিষয়াবলীঃ

০১.  গত বছরের ১১ নভেম্বরে আইসিজে তে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় কবে প্রকাশ করা হবে?
উত্তরঃ ২৩ জানুয়ারি, ২০২০. 

০২. ‘আরসা’ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
উত্তরঃ মিয়ানমার। 

০৩. ‘ফাইনান্সিয়াল টাইমস’ কোন দেশ ভিত্তিক পত্রিকা?
উত্তরঃ যুক্তরাজ্য। 

০৪. ‘World Economic Forum (WEF)’ এর ৫০তম সম্মেলন কবে কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ ২১ জানুয়ারি, ২০২০; ডাভোস, সুইজারল্যান্ড। (শেষ হবে - ২৪ জানুয়ারি, ২০২০) 

## প্রতিষ্ঠিতঃ জানুয়ারি ১৯৭১ (পূর্বনাম – European Management Forum)
## প্রতিষ্ঠাতাঃ ক্লাউস শাব, জার্মানি। (বর্তমান এক্সিকিউটিভ চেয়ারম্যান)
## সদর দফতরঃ কলোনি, সুইজারল্যান্ড। 
## স্লোগানঃ “Committed to improving the state of the world”.

০৫. ভারতে সম্প্রতি পাস করা মূল নাগরিকত্ব আইনটি কত সালের?
উত্তরঃ ১৯৫৫ সালের। 

০৬. লুসানে শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুইজারল্যান্ড। 

০৭. শ্রীলংকায় কত বছর যাবত গৃহযুদ্ধ চলেছিল?
উত্তরঃ ২৬ বছর। 

০৮. শ্রীলংকার সেনাবাহিনী কতৃক বিদ্রোহী গোষ্ঠী ‘তামিল টাইগার’ কবে পরাজিত হয়?
উত্তরঃ মে, ২০০৯.


#বিজ্ঞান ও প্রযুক্তি 

০১. ফেসবুক ভিত্তিক অনলাইন ব্যবসাকে কি বলা হয়?
উত্তরঃ এফ-কমার্স। 

০২. সাইবার অপরাধ দমনে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে চুক্তি করে?
উত্তরঃ কম্বোডিয়া। 

০৩. প্রথম কবে বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা দেয়?
উত্তরঃ ১৯৯৭ সালে; হংকংয়ে। 

০৪. কোন শহরের নামে ‘নিপাহ ভাইরাস’ এর নামকরণ করা হয়?
উত্তরঃ কামপুং তেলুক নিপাহ, মালয়েশিয়া। 

০৫. প্রথম কোন দেশে মার্স ভাইরাসের প্রকোপ দেখা দেয়?
উত্তরঃ সৌদি আরব (২০১২ সালে)।

#খেলাধুলা 

০১. পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজারল্যান্ড (২০টি)। 

০২. আইসিসি অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ প্রথম হ্যাট্রিক কে করেছেন?
উত্তরঃ রকিবুল হাসান, বাংলাদেশ (বিপক্ষ – স্কটল্যান্ড)। 

০৩. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান (নতুন) পেস বোলিং কোচ কে?
উত্তরঃ ওটিস গিবসন, ওয়েস্ট ইন্ডিজ। 

০৪. দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বর্তমান (নতুন) ওয়ানডে অধিনায়কের নাম কি?
উত্তরঃ কুইন্টন ডি কক। 

০৫. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছে কবে?
উত্তরঃ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close