পিএসসির আলোকে তৈরী কৃষি বিষয়ক লিখিত পরীক্ষার প্রশ্নাবলী। কৃষিসেবা২৪
পিএসসির আলোকে তৈরী কৃষি বিষয়ক লিখিত পরীক্ষার প্রশ্নাবলী। কৃষিসেবা২৪
উদ্যান ফসল সম্পর্কে আজ জানব ।
উদ্যান ফসলের বৈশিষ্ঠ্যঃ
১. তুলনামূলকভাবে বেশি যত্নের প্রয়োজন হয়।
২. প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেয়া হয় ।
৩. বেড়া নির্মানের প্রয়োজন হয ।
৪. একত্রে লাগালেও পর্যায়ক্রমে ফসল সংগ্রহ করতে হয় ।
৫. অনেক সময় সেচ অপরিহার্য় হয়।
৬. উৎপাদন ব্যায় তুলনা তুলক বেশি।
উদ্যান ফসলের নামঃ
১. শাক-সবজী ফসল- পুঁইশাক, বেগুন, টমেটো, শিম, করলা, আলু, লাউ, কচু, কপি,
২. ফল জাতীয় ফসল- আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, পেপে, কলা,
৩. ফুল জাতীয় ফসল- গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, ডালিয়া, গগাঁধা,
৪. মসলা জাতীয় ফসল- মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, তেজপাতা ।
No comments