মডেল টেস্ট-০২। বাছাইকৃত গুরুত্বপূর্ণ ২০০টি মডেল প্রশ্ন-উত্তর। কৃষিসেবা২৪
মডেল টেস্ট -০২
যে কোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ২০০টি মডেল প্রশ্ন-উত্তর।
১। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয় কবে ?
ক. ১৯৭০
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তর: খ
২। ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে
ক. উগান্ডার রাজধানী কাম্পালায়
খ.রুয়ান্ডার রাজধানী কিগালিতে
গ.জাপান
ঘ.জার্মানিতে
উত্তরঃ খ
৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ?
ক. ১মাস
খ. ৩ মাস
গ. ৩ বছর
ঘ. ৫ মাস
উত্তর : ক
৪। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন, নতুন জোটগুলোর মধ্যে ESCAP সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে
ক. আসিয়ানকে
খ . সার্ককে
গ. APEC কে
ঘ. কোনোটিই নয়
উত্তর গ
৫। কোন যুবরাজের স্ব-স্ত্রীক নিহত হবার কারণে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়?
ক.জার্মানি
খ.অস্ট্রিয়া
গ. ইতালি
ঘ.হাঙ্গেরি
উত্তরঃ খ
৬। কোন সংস্থা নিয়ম অনুযায়ী কোন পণ্যের ভৌগলিক নির্দেশকের জন্য নিবন্ধন নিতে হয়?
ক.বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO)
খ.জাতিসংঘের (UN)
গ.ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (IMF)
ঘ.EU
উত্তরঃ ক
৭। লৌহের ব্যবহার শুরু করে
ক.হিট্রাইটরা
খ.মিশরীয়রা
গ.এশেরীয়রা
ঘ.গ্রীকরা
উত্তরঃ ক
৮। আন্তর্জাতিক অহিংস দিবস কবে?
ক) ২ অক্টোবর
খ) ৪ মার্চ
গ) ১৫ জুন
ঘ) ১০ ডিসেম্বর
উত্তর: ক
৯। কাজাখাস্তানের বর্তমান রাজধানীর নাম কী?
ক. আশাখাবাদ
খ. বিশকেক
গ. নুর সুলতান
ঘ. তিরানা
উত্তর: গ
১০। ডেনমার্কের আইনসভার নাম কী?
ক) স্টরটিং
খ) ফোকেটিং
গ) কগ্রেস
ঘ) পার্লামেন্ট
উত্তর: খ
১১। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৪৮
খ. ১৯৬৬
গ. ১৯৯৩
ঘ. ১৯৮৮
উত্তর: ঘ
১২। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯৩৯
খ. ১৯৪৯
গ.১৯৬৬
ঘ. ১৯৮৯
উত্তর: খ
১৩। ১৯৮৫সালে অধিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের ‘গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা’ কবে কার্যকর হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৮৯
গ. ১৯৯০
ঘ. ১৯৮৭
উত্তর: ঘ
১৪। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য খসড়া সনদ প্রণয়ন করা হয়
ক. ইয়ল্টা কনফারেন্স(১৯৪৫)
খ. ডাম্বারটন ওকস সম্মেলনে(১৯৪৪)
গ. আটলান্টিক সনদ(১৯৪১)
ঘ. মস্কো সম্মেলন(১৯৪৩)
উত্তর:গ
১৫। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তার জন্য প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার কবে থেকে দেওয়া হয় ?
ক. ২০১৯
খ. ২০২১
গ. ২০১৮
ঘ. ২০২০
উত্তর: ঘ
১৬। বিশ্ব খাদ্য কর্মসূচি এর শীর্ষ পদবী কী ?
ক. মহাসচিব
খ. চেয়ারম্যান
গ. মহাপরিচালক
ঘ. নির্বাহী পরিচালক
উত্তর: ঘ
১৭। ২০৩০সালে শেষ হওয়া এসডিজির প্রথম লক্ষ্য কোনটি ?
ক. ক্ষুধা দুরীকরণ
খ. চরম দারিদ্র্য দূরীকরণ
গ. শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন
ঘ. সবার জন্য চিকিৎসা নিশ্চিতকরণ
উত্তর: খ
১৮। নব্য উপনিবেশবাদের হাতিয়ার বলা হয় কোনটিকে?
ক. সম্রাজ্যবাদ
খ. উদারতা বাদ
ঘ. মুক্তবাজার অর্থনীতি
ঘ. কোনোটিই নয়
উত্তর: গ
১৯। রাখাইন রাজ্যের রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন কত দফা সুপারিশমালা পেশ করে?
ক. ৪
খ. ৩৩
গ. ৪৪
ঘ. ৮৮
উত্তর: ঘ
২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থেনৈতিক জোট কোনটি?
ক. কমেসেকা
খ. কমেকন
গ. ন্যাটো
ঘ. নাফটা
উত্তর: খ
21. Jane Austen is the writer of--
(a) Jane Eyre
(b) Ramona
(c) Emma
(d) Rebecca
Ans. c
22.Ben Jonson introduced-
(a) allegory
(b) heroic drama
(c) comedy of manners
(d) comedy of humours
Ans. d
23. What is trimeter
(a) a line of a poem consisting of three feet
(b) a line of a poem consisting three syllables
(c) a poem consisting of three rhymes
(d) all are correct
Ans. a
24.D. H. Lawrence a famous novelist of Modern Age is not the author of one of the four novels mentioned below:
(a) The Rainbow
(b) Lady Chatterley's Lover
(c) Sons and Lovers
(d) Ulysses
Ans. d
25.Who was the famous mock-heroic poet in English literature?
(a) Lord Byron
(b) John Milton
(c) Alexander Pope
(d) Lord Tennyson
ans: c
26. Reading maketh a full man; conference a ready man; writing an exact man' Who said this?
(a) Shakespeare
(b) Bacon
(c) Keats
(d) Kyd
Ans. b
27. "Gerontion" is a poem by - ?
(a) T.S. Eliot
(b) W.B. Yeats
(c) Matthew Arnold
(d) Robert Browning
Ans. a
28. Who wrote the short story 'The Gift of the Magi'?
(a) William Wordsworth
(b) Nixon
(c) Jane Austen
(d) O' Henry
Ans. d
29. Who wrote "Crime and Punishment‟?
(a) George Eliot
(b) Dostoyevsky
(c) Anglo Saxon
(d) John Keats
Ans. b
30. ``We look before and after pine for what is not``- a quotation from P.B Shelley's -- ?
a. The Cloud
b. Adonias
c. To a Skylark
d. Ode to the west wind
Answer: c
31.Shylok is the character of
a. Doctor Faustus
b. The Merchant of Venice
c. The Way of the World
d. Arms and the Man
Answer: b
32. .'Jacobean Period' is English Literature refers to______
a) 1558-1603
b) 1625-1649
c) 1603-1625
d) 1649-1660
Ans: c
33. "Caesar and Cleopatra"- is ?
a) A tragedy by Shakespeare
b) A poem by Lord Byron
c) A play By G.B Shaw
d) A Novel by S. Coleridge
Ans: c
34. Wordsworth was inspired by -
a. the French Revolution
b. the American Revolution
c. the Russian Revolition
d. the Industrial Revolution
Ans:a
35. Who wrote to "Ode to a Nightingale"
a. Pope
b. Shelly
c. Wordsworth
d. Keats
Ans: d
36. Have you read the book --- I lent you?
a) that***
b) which
c) what
d) none of them
37..Thank you for your invitation to see that movie, but l'm afraid, l'll have to _____.
A. reject
B. decline
C. refuse
D. deny
38.The police --- looking into the case.
a) is
b) are***
c) both
d) none
39.Which sentence is correct?
A. He was seen to go.
B. Bread and butter is not my breakfast.
C. I have two deers.
D. Rubel is faster of the two players.
40. The adjective of the word 'People' is
a. Popularity
b. Popularly
c. Popularize
d. Populous
ans: d
41.Choose the right use of the article in the following sentence :
a. Luba received good educations in some private institutions
b. Luba received a good education in some private institutions.
c. Luba received good education in an private institutions .
d. Luba received an good education in the private institutions .
42. Which on is correct ?
a. Lion is beast of prey
b. A Lion is beast of prey
c. The lion is beast of prey.
d. The lion is the beast of prey.
43Three fourth of the work ---- finished .
a. have been
b. had
c. has been
d. were
ans: c
44. I am indebted --- you for your help.
a. to
b. on
c. with
d. in
ans: a
45.Correct spelling:
A. Constelation
B.Constellation
C. Constallation
D.Constaletion
46.Each of the sons followed --- father's trade.
a) his
b) her
c) their
d) whose
47.Which one is incorrect?
a)Government should have to repair the road every year.
b)Government should have to mend the road every year.
c)Government should have to correct the road every year.
d) I will repair my clothes.
48.which one is incorrect??
a) I agree with you.
b)I am at one with you.
c)I am agree with you.
d)none of them.
49.Which one is correct?
a)we have always won ur team.
b)we have always win ur team.
c)we have always beaten ur teams.
d) The girls beat the boys and so won the prize.
50.Synonym of 'emancipate' -
a. Set free
b. Take back
c. Make worse
d. Embolden
51.At daggers drawn’ means- ??
a) on the point of fighting
b)listen to me
c)agree to me
d)none of them
52. Fan:Sweat ::
a)fire:smoke
b)rain:drought
c)wind: Evaporation
d)crop:harvest
53.The boy is swimming "in the pond." here "in the pond." is
a)Noun phrase
b)adjective phrase
c)adverbial phrase
d)prepositional phrase
54.plural form of *Genius*.
a)Geniuses
b)Genii
c)both
d)none
55.He slept a sound sleep.Make passive
a)A sound sleep was slept by him.
b)A sound sleep is slept by him.
c)A sound was sleep to slept by him.
d)A sound sleep was slept to him.
৫৬। "সকলেই কবি নন, কেউ কেউ কবি ' উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্র নাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
উত্তর: খ
৫৭।" বাঙালির হাসির গল্প" গল্পগ্রন্থটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্র নাথ ঠাকুর
ঘ. জসীম উদ্দীনের
উত্তর ঘ
৫৮। মুক্তিযুদ্ধের সময় কলকাতার ' দেশ' পত্রিকায় কবিতা লিখতেন কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্র নাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
উত্তর: ঘ
৫৯। তরুণের বিদ্রোহ' প্রবন্ধটি কার?
ক. সুকান্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র
ঘ. রবীন্দ্র নাথ ঠাকুর
উত্তর: গ
৬০। রবি ঠাকুরের কোনটির সাথে বাংলাদেশের সম্পর্ক আছে
ক) রাজর্ষি
খ) ভাঙা গান
গ) গোরা
ঘ) মানসী
উত্তর: খ
৬১। "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর"- এই শাশ্বত বাণী রচনা করেছেন কে ?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. রামমোহন রায়
ঘ. লালন শাহ
উত্তর: খ
৬২। নিম চাঁদ , কেনারাম কোন প্রহসনের চরিত্র ?
ক. বিয়া পাগলা বুড়ো
খ. জামাই বারিক
গ. সধবার একাদশী
ঘ. লীলাবতী
উত্তর: গ
৬৩। হাওয়ান আলী চরিত্রটি কোন গ্রন্থের ?
ক. নীলদর্পন
খ. জমিদার দর্পন
গ. বসন্তকুমারী
ঘ. ডাকঘর
উত্তর: খ
৬৪। সর্বশুভকরী'পত্রিকার সম্পাদক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র
ঘ. প্রথম চৌধুরী
উত্তর: খ
৬৫।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতটি পদ রয়েছে?
ক. ৪২৮
খ, ৫১
গ. ১৩
ঘ. ৪১৮
উত্তর: ঘ
৬৬।বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহাম্মদ সগীর কোন শতকের কবি ছিলেন?
ক. ১৫
খ. ১৬
গ. ১৭
ঘ. ১৪
উত্তর: ক
৬৭। কাআ তরুবর পান্চবি ডাল।
চন্চল চীএ পইঠা কাল।।"- পদ টি কার?
ক. কাহ্নপার
খ. লুইপা
গ. শবর পা
ঘ. ভুসুকা পা
উত্তর: খ
৬৮।"নাগরের গান" কোন অন্চলের গান?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. বরিশাল
ঘ. সিলেট
উত্তর: গ
৬৯। .দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
ক.সাম্যবাদী
খ.নতুন চাঁদ
গ.বিষের বাঁশী
ঘ.সিন্ধু-হিন্দোল
উত্তর: ঘ
৭০। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কোনটি?
ক. পথিক তুমি পথ হারাইয়াছ*
খ. ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখ
গ. ক্যামনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ভোমরা
ঘ. প্রদীপ নিবিয়া গেল , পালাও
উত্তর ক
৭১। উত্তরাধিকার " কাব্যটি কার লেখা?
ক, শামসুর রাহমান
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
৭২। একাত্তরের নিশান মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের রচয়িতা কে?
ক.রাবেয়া খাতুন
খ.সেলিনা হোসেন
গ.সুফিয়া কামাল
ঘ.জাহানারা ইমাম
উত্তর: ক
৭৩। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?
ক.সবুজপত্র
খ.কল্লোল
গ.শনিবারের চিঠি
ঘ.ধূমকেতু
উত্তর: ঘ
৭৪। " মেঘনাদবধ " মহাকাব্যের সর্গ সংখ্যা কত ?
ক. ৯
খ . ৫
গ. ৮
ঘ.১১
উত্তর: ক
৭৫। "আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি" - উক্তিটি কার ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবর রাহমান
খ. কাজী নজরুল ইসলাম
গ. ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্র নাথ ঠাকুর
উত্তর: গ
৭৬।"পূণ্যে মতি হোক'। - বাক্যে ' পূণ্যে " কোন পদ ?
ক. বিশেষণ
খ.বিশেষ্য**
গ. অব্যয়
ঘ, বিশেষ্যের বিশেষণ
৭৭।যা কিছু হারায় গিন্নী বলেন , কেষ্টা বেটাই চোর । এখানে ' হারায় ' কোন ধাতু ?
ক. কর্ম
খ. ণি জন্ত
গ. প্রযোজ্য
ঘ.প্রযোজক***
৭৮।‘বঁধু’ হচ্ছে
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তর: ঘ
৭৯।কোনটির অর্থদ্যোকতা রয়েছে ?
ক. প্রত্যয়ের
খ. ধাতুর
গ.উপসর্গের**
ঘ. কোনটিই নয়
৮০।'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত ?
ক. অলুক বহুব্রিহি
খ. প্রাদি
গ. মধ্য পদলোপী কর্মধারয়
ঘ.নিত্য**
৮১।ডালে ডালে কুসুম ভার । এখানে ' ভার' কোন অর্থ প্রকাশ করেছে ?
ক.সমূহ*
খ. ওজন
গ. বিশেষ গুণ
ঘ. কোনটিই নয়
৮২।মাছরাঙ্গার কলঙ্ক এই বাগধারাটির অর্থ কী ?
ক. গোপনে অপরাধ করা
খ. অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা
গ. ডুবে ডুবে জল খাওয়া
ঘ. প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
উত্তর: খ
৮৩।'মরুৎ’ এর প্রতিশব্দ
ক. মরুভূমি
খ. মরুময় স্থান
গ. বায়ু
ঘ.মরীচিকা
উত্তর: গ
৮৪।নিচের কোন বাক্যটি অশুদ্ধ ?
ক. লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয় **
খ. তোমার দুরবস্থা দেখে দু:খিত হলাম
গ. এমন অসহ্য ব্যাথা আর কখনও অনুভব করিনি
ঘ.রিমি পাগল হয়ে গেছে
৮৫। কোন বানানটি শুদ্ধ ?
ক. ইতিপুর্বে
খ.ইত: পূর্বে**
গ. ইতো:পূর্বে
ঘ. ইতপূর্বে
৮৬।'হ্ম' বিশিষ্ট রুপ কোনটি ?
ক. ক্ + ষ
খ. ক্ষ+ ম
গ. হ +ম*
ঘ. ম+ হ
৮৬।কোন দুটি মহাপ্রাণ ধ্বনি ?
ক. খ , ঝ*
খ. ক , খ
গ. ত , দ
ঘ. চ , জ
৮৭।Password শব্দটির পরিভাষা কোনটি ?
ক. প্রামানিক
খ. রক্ষক
গ. অতিক্রান্ত শব্দ
ঘ. এখনও উদ্ভাবন করা সম্ভব হয়নি **
৮৮.নিচের কোনটি অপপ্রয়োগ?
ক.ইদানীং
খ.কেবল
গ.একত্র
ঘ.সময়কাল **
৮৯। .খ্রিস্টাব্দ হচ্ছে-
ক.তৎসম শব্দ
খ.অর্ধতৎসম শব্দ
গ.বিদেশি শব্দ
ঘ.মিশ্র শব্দ**
৯০। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক.জনশ্রুতি
খ.অনমনীয় **
গ.খাসমহল
ঘ.তপোবন
৯১.এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু --
ক) হ্যালির ধূমকেতু
খ)হেলবপ ধূমকেতু ***
গ)শুমেকার ধূমকেতু
ঘ)কোনটায় নয়
৯২.শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক.২৮০m/s
খ.০***
গ.৩৩২m/s
ঘ.১১২০m/s
৯৩.কোনটি জারক পদার্থ নয়?
ক.অক্সিজেন
খ.ব্রোবিন
গ.হাইড্রোজেন***
ঘ.ক্লোরিন
৯৪.নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
ক.মেসন ও ফিউশন
খ.ফিশন***
গ.মেসন
ঘ.ফিউশন
৯৫.প্রাকৃতিক গ্যাসে প্রোপেন কি পরিমাণ থাকে?
ক.৯০%
খ.৩%****
গ.১৩%
ঘ.৮০%
৯৬.নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়?
ক.বায়ু***
খ.শর্করা
গ.নিকেল
ঘ.গোল্ড
৯৭। নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয়?
ক.ছত্রাক
খ.রিকেটসিয়া
গ.ব্যাকটেরিয়া
ঘ.শৈবাল***
৯৮। মানব দেহে নিচের কোন ভিটামিন তৈরি হয় না?
ক.ভিটামিন A
খ.ভিটামিন K
গ.ভিটামিন D
ঘ.ভিটামিন C***
৯৯। Entomology কি সম্পর্কিত বিদ্যা?
ক।ভূপ্রকৃতি
খ।পাখিপালন
গ।কীটপতঙ্গ ***
ঘ।গতিবিদ্যা
১০০।কোনটির মাধ্যমে কোনো ব্যক্তির হৃদপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় ?
ক. ECG**
খ. CT scan
গ. MRI
ঘ. EEG
১০১।জৈব মুদ্রা বা শক্তিমুদ্রা বলা হয় কোনটিকে ?
ক. ATP*
খ. GTP
গ. NAD
ঘ. NADP
১০২।মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত ?
ক. ২৫ মিমি
খ. ২৫ সেমি*
গ. ২৫ মি
ঘ. .২৫ মি
১০৩। ফিউজ তৈরিতে ব্যবহার হয় নিচের কোনটি?
ক.টিন ও তামা
খ.টিন ও সীসা *
গ.টিন ও দস্তা
ঘ.সীসা ও তামা
১০৪।জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় , তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে ?
ক. আকার সংকুচিত**
খ. চলাচল করতে থাকবে
গ. একই অবস্থানে কাঁপতে থাকবে
ঘ. পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
১০৫। হার্টের পেস মেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
ক. Tc99m
খ. p32
গ। প্লুটোনিয়াম -২৩৮*
ঘ. Co 60
১০৬.What is a “cookie” ?
ক.Hacker File
খ.Personal File
গ.Netscpe
ঘ.Internet Information File****
১০৭.কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
ক.Address Bus
খ.input-reader bus****
গ.databus
ঘ.control bus
১০৮.”INF” কোন ধরনের ফাইল?
ক.সিস্টেম ফাইল***
খ.ইমেজ ফাইল
গ.হাইপারটেক্সট ফাইল
ঘ.ডকুমেন্ট ফাইল
১০৯.অ্যাপল ইনর্পোরেটেড কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক.১৯৭৫
খ.১৯৭৬****
গ.১৯৯৪
ঘ.১৯৮৪
১১০.নিচের কোনটি আউটপুট যন্ত্র নয়?
ক.CD-ROM
খ.FLOPPY DISK
গ.Monitor
ঘ.Light Pen****
১১১.Which of the following in an open source operating system?
ক.Vista
খ.UBUNTU*****
গ.DOS
ঘ.Windows XP
১১২. ১২ কে বাইনারিতে প্রকাশ করুন-
ক.1100****
খ.1000
গ.1011
ঘ.1110
১১৩.Which one is a layer 3 (Network Layer) Protocal?
ক.UDP
খ.DNS
গ.IP****
ঘ.TCP
১১৪. ইনস্টাগ্রাম চালু হয় কত সালে?
ক. ২০১০ সালে ****
খ.২০০৪ সালে
গ.২০১৪ সালে
ঘ.২০১৫ সালে
১১৫.TCP/ IP প্রোটোকলের স্তর কয়টি?
ক.৭ টি
খ.৬ টি
গ.৩ টি
ঘ.৪ টি*****
১১৬.এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. রাউটিং***
খ.কম্পিউটিং
গ.ইন্টারকম
ঘ.কল কনফারেন্সিং
১১৭.ক্লাউড কম্পিউটিং এর অবকাঠামোগত সেবা হল --
ক. PaaS
খ. IaaS**
গ. SaaS
ঘ. MaaS
১১৮.দুই ইনপুট বিশিষ্ট এন্ড () গেইট এর আউটপুট হয়?
ক.উভয় ইনপুট শূন্য
খ.যে কোন একটি ইনপুট শূন্য
গ. উভয় ইনপুট “1”****
ঘ.যে কোন একটি ইনপুট “1”
১১৯.কোনটি সঠিক ?
ক.A+A=2A
খ.A+1=0
গ.A.Á=1
ঘ.A+0=A***
১২০. নিচের কোনটি একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে--
ক. sort
খ. backup
গ. anti-virus
ঘ. firewall**
১২১.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কবে ইউনেস্কো 'মেমরি অদ দ্য ওয়ার্ল্ড ' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক)৩০ অক্টোবর ২০১৭ ✓
খ)৩১ অক্টোবর ২০১৭
গ)১ নভেম্বর ২০১৭
ঘ)২ নভেম্বর ২০১৭
১২২.স্বাধীনতা দিবস প্রথম পালিত হয় কবে?
ক)১৯৭২ সালে
খ)১৯৭৫ সালে
খ)১৯৮০ সালে✓
ঘ)১৯৮২ সালে
১২৩.গৌড়মতি কী?
ক)ধান
খ)আম✓
গ)পাট
ঘ)ইক্ষু
১২৪.বাংলার আকবর বলা হয় কাকে?
ক)কুতুব উদ্দিন আইবেক
খ)আলাউদ্দিন হোসেন শাহ✓
গ)মুহাম্মদ বিন তুঘলক
ঘ)মুহাম্মদ ঘুরি
১২৫.পাঙন উপজাতিদের বাস কোথায়?
ক)পটুয়াখালী
খ)দিনাজপুর
গ)রাজশাহী
ঘ)মৌলভীবাজার ✓
১২৬.গণপরিষদ অধ্যাদেশ জারি করেন কে?
ক)বিচারপতি আবু সাঈদ চৌধুরী✓
খ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ)সৈয়দ নজরুল ইসলাম
ঘ)তাজ উদ্দীন আহমদ
১২৭.a2i প্রকল্পে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক)UNDP ও UKAID
খ)USAID ও UKAID
গ)UNDP ও USAID ✓
ঘ)JICA ও CIDA
১২৮.বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত?
ক)২০১০-২০২১✓
খ)২০১০-২০২০
গ)২০১১-২০২০
ঘ)২০১১-২০২০
১২৯. বাংলাদেশে স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট?
ক)২ স্তর
খ)৩ স্তর✓
গ)৪ স্তর
ঘ)৫ স্তর
১৩০)যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল?
ক)৫৬ দিন✓
খ)৫৭ দিন
গ)৫৮ দিন
ঘ)৫৯ দিন
১৩১সাধারণ নির্বাচনের পর কতদিনের মধ্যে অধিবেশন আহবান করতে হয়?
ক)১৫দিন
খ)৩০দিন✓
গ)৪৫দিন
ঘ)৬০দিন
১৩২)বঙ্গবন্ধুর আমলে সংবিধান কতবার সংশোধন করা হয়?
ক)২ বার
খ)৩ বার
গ)৪ বার✓
ঘ)৫ বার
১৩৩.ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ কোনটি?
ক)ফকির সন্নাসী বিদ্রোহ✓
খ)নীল বিদ্রোহ
গ)সিপাহী বিদ্রোহ
ঘ)আগস্ট বিদ্রোহ
১৩৪দীর্ঘমেয়াদী উন্নয়ন বাস্তবায়নে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক)NSC
খ)NEC✓
গ)NICAR
ঘ)ECNEC
১৩৫অষ্ট্রিক জাতির অপর নাম কি?
ক)দ্রাবিড়
খ)নেগ্রিটো
গ)নিষাদ✓
ঘ)ভোটচীনিয়
১৩৬.বাংলাদেশে জেলা পরিষদ কয়টি?
ক)৬১ টি ✓
খ)৬২ টি
গ)৬৩ টি
ঘ)৬৪ টি
১৩৭.মোট সেক্টর কমান্ডারের সংখ্যা কত?
ক)১৮ জন
খ)১৭ জন
গ)১৬ জন✓
ঘ)১৫ জন
১৩৮। আনন্দ বিহার কোথায় অবস্থিত?
ক.চট্টগ্রাম
খ.ময়নামতি***
গ.পাহাড়পুর
ঘ.মহাস্থানগড়
১৩৯. বাংলাদেশ প্রথম কোন রাষ্ট্রে গার্মেন্টস পণ্য রপ্তানি করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স***
গ.ভিয়েতনাম
ঘ.ইংল্যান্ড
১৪০। বাংলাদেশে বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে-
ক.১৪৫***
খ.১৪৭
গ.১৫২
ঘ.১৫০
১৪১। বাংলাদেশে বিশিষ্ট লালনগীতি গবেষক-
ক.দীনেশচন্দ্র সেন
খ.মনসুর বয়াতি
গ.ড.আশরাফ সিদ্দিকী***
ঘ.ফরিদা পারভিন
১৪২। .সহস্তে বাংলাদেশের সংবিধান লিখেন কে?
ক.রাজিয়া বানু
খ.সৈয়দ আশরাফ
গ.সুরঞ্জিত সেন
ঘ. বিচারপতি আবদুর রউফ***
১৪৩। .মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নং সেক্টরে ছিল?
ক.২
খ.৭***
গ.৬
ঘ.৩
১৪৪। বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কয়টি?
ক.২৯
খ.২৮***
গ.২৬
ঘ.কোনটিই নয়
১৪৫। ইত্তরা, শুকতার ও তারাপুরী হচ্ছে উন্নত জাতের-
ক. কলা
খ. আলু
গ. বেগুন***
ঘ. বাঁধাকপি
১৪৬) সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়-
ক. ১৯৭২
খ. ১৯৮৭**
গ. ১৯৭৭
ঘ. ১৯৯২
১৪৭। ইউরিয়া সার উৎপাদনকারী বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা ‘যমুনা’ কোথায় অবস্থিত?
ক. গাজীপুর
খ. জামাল পুর
গ. কুড়িগ্রাম
ঘ. ফরিদপুর
উত্তর: খ
১৪৮। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে?
ক) ১০টি
খ) ১৮টি
গ) ২২টি***
ঘ) ১৫টি
১৪৯। অর্থবিল সম্পর্কিত বিধান আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে?
ক) ৮০(১)
খ) ৮১(১)***
গ) ৮২
ঘ) ৮৪(১)
১৫০। সেভেন সামিট এর কৃতিত্ব অর্জন করেন কে?
ক. নিশাত মজুমদার
খ. মুসা ইব্রাহিম
গ. ওয়াসফিয়া নাজরিন
ঘ. তারেক মাসুদ
উত্তর: গ
১৫১। শারদ বিষুব কোন দিন
ক. ২১ শে মার্চ
খ. ২৩ সেপ্টম্বর
গ. ২২ ডিসেম্বর
ঘ, ক +খ**
৫২। কোন গ্রহ নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়?
ক. পৃথিবী
খ. মঙ্গল
গ. শুক্র**
ঘ. শনি
১৫৩। নদী যখন শুষ্ক অন্চল দিয়ে প্রবাহিত হয় এবং সেখানে যদি কোমল শিলা স্তর থাকে তাহলে গিরিখাতগুলো অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয় । এরুপ গিরিখাতকে কী বলে ?
ক. ক্যানিয়ন**
খ. ভি আকৃতির উপত্যকা
গ, খাড়ি
ঘ, জলপ্রপাত
১৫৪। কোন নির্দিষ্ট স্থানের অক্ষাংশ , দ্রাঘিমাংশ , উচ্চতা ও দূরত্ব , দিক , তারিখ জানা যায় কোনটির মাধ্যমে ?
ক. GIS
খ. GPS**
গ. GGS
ঘ. IPS
১৫৫। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙামাটি
খ খাগড়াছড়ি
গ. বান্দরবান **
ঘ. চট্টগ্রাম
১৫৬। জাতিসংঘের তথ্যানুযায়ী আগামী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফিট বাড়লে বাংলাদেশের কত শতাংশ উপকূল ডুবে যাবে ?
ক. ১৭**
খ. ১৯
গ. ২০
ঘ. ১৫
১৫৭। দুর্গতদের নিরাপদ স্থানে অপসারণ , তল্লাশি ও উদ্ধার , ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে কী বলে ?
ক. প্রতিরোধ
খ. প্রশমন
গ. সাড়াদান **
ঘ. পূর্বপ্রস্তুতি
১৫৮। ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে
কি বলা হয়?
ক.ট্রপোস্ফিয়ার**
খ.স্ট্রাটোস্ফিয়ার
গ.ফটোস্ফিয়ার
ঘ.এক্সস্ফিয়ার
১৫৯। ভূ-ত্বকের গভীরতা প্রায়?
ক.১০ কি.মি
খ.১২ কি.মি.
গ.১৬ কি.মি.**
ঘ.২৪ কি.মি.
১৬০। বায়ুর কার্বন ডাই-অক্সাইড এরপরিমাণ কত?
ক.০.০৩%**
খ.০.০২%
গ.০.৮০%
ঘ.২০.৭১%
১৬১। সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বব্যাংক প্রণীত প্রথম সূচকটি কি?
ক.বৈধ চুক্তির প্রয়োগ
খ.সরকারি নিরীক্ষণ
গ.সরকারি কাজের দক্ষতা**
ঘ.আইনের শাসন
১৬২। মুল্যবোধ রক্ষায় সুশীল সমাজের প্রথম বৈশিষ্ট্য কি?
ক.ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা**
খ.ক্ষমতার বিকেন্দ্রীকরণ
গ.জনগনের অংশগ্রহন
ঘ.আইনের শাসন
১৬৩। সরকার এবং জনগনের মধ্য সু-সম্পর্ক গড়ে তোলে নিচের কোনটি?
ক.সুশাসন**
খ.দেশপ্রেম
গ.ন্যায়নীতি
ঘ.সহমর্মিতা
১৬৪। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিককে কেমন হতে হয়?
ক.সৎ**
খ.ধার্মিক
গ.মেধাবি
ঘ.দক্ষ ও অভিজ্ঞ
১৬৫। সুশাসন প্রতিষ্ঠায় দুটি উপায়ের প্রথমটি কি?
ক.গণতন্ত্র**
খ.ধর্ম
গ.জবাবদিহিতা
ঘ.স্হানিয় সরকার কাঠামো
১৬৬।নাগরিক. মুল্যবোধের সম্পত্তির অধিকার সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক.৪০ অনুচ্ছেদে
খ.৪২ অনুচ্ছেদে**
গ.৪৩ অনুচ্ছেদে
ঘ.৪৪ অনুচ্ছেদে
১৬৭। UNHCR -এর মতে সুশাসনের উপাদান
কয়টি ?
ক. ৪টি
খ. ৫টি**
গ. ১০টি
ঘ. ৮টি
১৬৮। মূল্যবোধ শিক্ষার প্রধান ও অন্যতম লক্ষ্য হচ্ছে -
ক.সামাজিক অবক্ষয় রোধ করা**
খ.অদক্ষতা
গ.নারী শিক্ষা ও সচেতনতা
ঘ.উপরের সবগুলো
১৬৯। সভ্য সমাজের মানদণ্ড—
ক.আইনের শাসন**
খ.নিষ্ঠা
গ.গণতান্ত্রিকতা
ঘ.ধার্মিকতা
১৭০। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম সুস্পষ্টভাবে কত সালে ব্যাখ্যা করে?
ক.১৯৮৯**
খ.১৯৯৯
গ.১৯৪৬
ঘ.১৯৮৭
171. সমাধান করুনঃ x^2 - 2x - 15 > 0 .
ক. s = (x : x > 5 অথবা x < -3)
খ. s = (x : x < 5 অথবা x > -3)
গ. s = (x : x > 5 অথবা x > -3)
ঘ. s = (x : x < 5 অথবা x < -3)
উত্তরঃ ক
172. যদি x < y এবং a < b হয় তবে, কোন সম্পর্কটি সঠিক?
ক. a + x < b + y
খ. a + x > b + y
গ. a = y
ঘ. ax = by
উত্তরঃ ক
173. x^3 - 1, x^3 + 1, x4 + x^2 + 1 এর ল.সা.গু কত?
ক. x^8 - 1
খ. x^7 - 1
গ. x^6 - 1
ঘ. x^5 - 1
উত্তরঃ গ^
174. PERMUTATION শব্দটির স্বরবর্ণ গুলোর অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে পুনবির্ন্যাস করা যাবে?
ক)359
খ)360
গ)365
ঘ)320
উত্তর : ক
175. if 〖log_ x〗324=4, then x= ?
a.3√2
b.2√7
c. 2√5
d.2√3
উত্তর : a
176. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত ?
ক)৭২:১০৫
খ)৭২:৩৫
গ)৩৫:৭২
ঘ)১০৫: ৭২
উত্তর: গ
177. 2-4+8-16+………ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
ক.80
খ.82
গ.84
ঘ.86
ana: ঘ
178. 3x^3+2x^2-21 x-20 রাশিটির একটি উৎপাদক_
ক. x+2
খ. x-2
গ. x+1
ঘ. x-1
ans: গ
179. কোনো একটি লটারিতে 570 টি টিকিট বিক্রি হয়েছে।রহিম 15টি টিকেট কিনেছে।টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
ক. 1/35
খ. ( 1)/36
গ. 1/37
ঘ. 1/38
ans: ঘ
180. দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটি গুনফল 117 সংখ্য দুটি নির্ণয় কর।
ক.18,9
খ.14,5
গ.10,5
ঘ.13,9
ans: ঘ
181. A={x। x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x^2<25},B={x। x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x^2<25},A={x। xমৌলিক পূর্ণ সংখ্যা এবং x^2 =25},হলে A∩B∩C=?
ক. {1,2,3,4}
খ. {2,3,4}
গ. {2,3,5}
ঘ.∅
ans: ঘ
182. একটি মিনারের পাদদেশ হতে ৪০ মিটারের দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৬০° হলে মিনারটির উচ্চতা কত?
ক.২০ √৩ মিটার
খ. ৪০/√৩ মিটার
গ.২০মিটার
ঘ.১০√৩ মিটার
ans: খ
183. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
ক)৯০মিটার
খ)৮০মিটার
গ)৭০মিটার
ঘ)৬০মিটার
উত্তর: খ
১৮৪। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [
ক.২০%
খ. ১৬.৫%
গ.১৭%
ঘ.১৮%
উত্তর : ক
১৮৫। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে,ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক)৭%
খ)৮%
গ)১০%
ঘ)১২%
উত্তর : খ
১৮৬। কোন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে?
ক)১৮০'
খ)১৫০'
গ)২৭০'
ঘ)৩৬০
উত্তর: ঘ
১৮৭। ত্রিভুজের তিনবাহুর সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম কী ?
ক. বহিঃকেন্দ্র
খ.অন্তকেন্দ্র
গ. পরিকেন্দ্র
ঘ. ভরকেন্দ্র
উত্তর : গ
১৮৮। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ ৮ সে.মি. ও ৯সে.মি. । এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট পরিসীমা কত?
ক. ২৪সে.মি
খ. ১৮সে.মি
গ. ৩৬সে.মি
ঘ. ১২সে.মি
উত্তর : ক
১৮৯। ১৯ ৩৩.৫১.৭৩------¬পরবর্তি সংখ্যাটি কত?
ক)৮৫
খ)১২১
গ)৯৯
ঘ)৯৮
উত্তর : গ
১৯০। A Clock seen through a mirror shows quarter past three. What is the correct time shown by the clock?
a) 9: 45
b) 9:15
c) 8: 45
d) 3: 15
ans: c
১৯১। নিচের আয়নায় কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে না?
ক.MOTOT
খ.OHIO
গ.OTTO
ঘ.NOON
#উত্তর_ঘ
১৯২। Choose the correct spelling.
ক. superceed
খ. Superseed
গ. Supercede
ঘ. Supersede
#উত্তর_ঘ
১৯৩। ১৫ দিন আগে সুফিয়া বলেছিল, আগামী পরশু আমার জন্মদিন। আজ ৩০ তারিখ হলে কোন তারিখে সুফিয়া জন্মদিন?
ক)১৪
খ)১৫
গ)১৬
ঘ)১৭
#উত্তর_খ
১৯৪। মনে করুন, আপনাকে জানানো হলো যে, আপনি একটি সংখ্যালুগু দলের সদস্য বলে চাকরি পেতে পারেন না, যা আপনার পরিচয় জানার আগে আপনাকে দেয়া হবে বলে বলা হয়েছিলো। তখন আপনি কি করবেন?
A. কিছুই বলবেন না এবং অন্য চাকরির খোঁজ করবেন
B. যে ব্যক্তি আপনাকে জানালো তাকে তিরষ্কার করবেন
C. কর্মচারীদের ম্যানেজারের সাথে বিষয়টি আলোচনা করতে বলবেন
D. এ সম্পর্কে খবরের কাগজে রিপোর্ট করবেন
Answer: কর্মচারীদের ম্যানেজারের সাথে বিষয়টি আলোচনা করতে বলবেন
১৯৫। তিনটি সংখ্যার গড় ৪২। প্রথম সংখ্যাটি দিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দিগুন। সবচেয়ে বড় ও ছত সংখ্যা দুটির পার্থক্য কত?
A. ১৮
B. ১৬
C. ৫৪
D. ৭২
Answer: C
১৯৬। কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?
ক.১৪০
খ.১৬০
গ.১৪৪/৭
ঘ.২৪০
উত্তরঃ ক
১৯৭। বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?
ক.৩%
খ.৪.৫%
গ.৩.৫%
ঘ.৪%
উত্তরঃ ঘ
১৯৮। ৩০০ কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করলে হয়--
ক.১৫৬ মাইল
খ.১৭৬ মাইল
গ.১৬৬ মাইল
ঘ.১৮৬ মাইল
উত্তরঃ ঘ
১৯৯। Copy এর পরিভাষা কোনটি?
ক) সংখ্যা
খ) নকল
গ) ফটোকপি
ঘ) প্রতিলিপি
২০০। দুটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব ?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর : ঘ
No comments