সাধারণ জ্ঞান। কৃষিসেবা২৪
সাধারণ জ্ঞান
বিপিএসসি উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগসহ সকল সরকারী চাকুরীর পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান।
১. পরমাণু নিউক্লিয়াসে কী থাকে?
উত্তর: নিউট্রন ও প্রোটন
২. MKS পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর: সেকেন্ড
৩. ভারী পানির সংকেতের নাম কী?
উত্তর: D2O
৪. ইউরি গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?
উত্তর: ১৯৬১ সালে।
৫. টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কী?
উত্তর: রঞ্জন রশ্মি(X-ray)
৬. কার অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফারের অভাবে।
৭. নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়?
উত্তর: ফুসফুস
৮. সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?
উত্তর: বৃষ্টি হতে।
৯. পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটানের জন্য
১০. শুষ্ক বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: CO2
ক্যারিয়ার কৃষি নিয়োগ কোচিং
১১. ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর: এস্টার
১২. যক্ষ্মা রোগের কারণ কী?
উত্তর: ব্যাকটেরিয়ার আক্রমণ
১৩. স্ট্রিট ভাইরাস কী?
উত্তর: রেবিস ভাইরাস
১৪. কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
উত্তর: হরগোবিন্দ খোরানা
১৫. রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?
উত্তর: রক্তশূন্যতা
১৬. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
উত্তর: অ্যালবুমিন
১৭. বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
উত্তর: সিটিসেল।
১৮. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?
উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।
১৯. আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?
উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।
২০. আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?
উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।
২১. BRICS ধারণার প্রবর্তক কে?
উত্তর: জিমও নিল(২০০১)
২২. BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
২৩. ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৭১০৭টি
ক্যারিয়ার কৃষি নিয়োগ কোচিং
২৪. মুসলিম অধ্যুষিত “মিন্দানাও”কোন দেশে অবস্থিত?
উত্তর: ফিলিপাইনে
২৫. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)
২৬. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নিয়োগ দেওয়া হয়
উত্তর: নিরাপত্তা পরিষদের
No comments