সাধারণ জ্ঞান। গুরুত্বপূর্ণ বাছাইকৃত ১০০টি মডেল প্রশ্ন-উত্তর। পর্ব-০৩ কৃষিসেবা২৪
গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর।
যেকোন ধরনের প্রতিযোগিতামূলক চাকুরীর প্রস্তুতির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন-উত্তর।
১। পানিচক্রের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক) বায়ুপ্রবাহ
খ) বাষ্পীভবন
গ) বারিপাত
ঘ) ঘনীভবন
উত্তর: ক
২। ওজোন গ্যাসের স্তর যে মণ্ডলে বেশি পরিমাণে থাকে?
ক) মেসোমণ্ডল
খ) স্ট্রাটোমণ্ডল
গ) ট্রপোমণ্ডল
ঘ) এক্সোমণ্ডল
উত্তর: খ
৩। কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ?
ক) হেনরী
খ) আল্পস
গ) লবণ
ঘ) ফুজিয়ামা
উত্তর: খ
৪। কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
ক) কয়লা
খ)বেলেপাথর
গ)চুনাপাথর
ঘ) গ্রানাইট
উত্তর: ক
৫।বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত কয় ধরণের?
ক) ২
খ)৪
গ)৩
ঘ)৫
উত্তর: খ
৬।নদীর ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ নয় কোনটি?
ক)ভি- আকৃতির উপত্যকা
খ)জলপ্রপাত
গ)গিরিখাত
ঘ) প্লাবন ভূমি
উত্তর: ঘ
৭।নিরক্ষীয় শান্ত বলয়ের অবস্থান কোনটি (ডিগ্রি)?
ক) ৫ উত্তর-দক্ষিণ
খ)৪০-৪৭ দক্ষিণ
গ) ৩০-৩৫ উত্তর-দক্ষিণ
ঘ) ২৩.৫ উত্তর
উত্তর: ক
৮। আদ্র বায়ূতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত?
ক)০.৮১
খ)০.৮০
গ)০.৪১
ঘ)০.০৩
উত্তর: গ
৯। বায়ূমণ্ডলের স্তর কতটি?
ক) ৩টি
খ)৫ টি
গ)৬টি
ঘ) ৭টি
উত্তর: খ
১০। নদী কর্তৃক সৃষ্ট পলল কোণ ও পলল পাখা ভূমিরূপটি কোণ অঞ্চলে দেখা যায়?
ক) পাহাড়
খ) প্লাবন সমভূমি
গ) নদীর মোহনায়
ঘ) ব-দ্বীপ
উত্তর: ক
১১। বন্যা শেষে নদীর দু’পাশে পুরু কাদা, পলির যে স্তর দেখা যায় তাকে কী বলে?
ক)ডেলটা
খ) পলল সমভূমি
গ) প্লাবন ভূমি
ঘ)উপত্যকা
উত্তর:গ
১২)দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও যে কারণে ভিন্ন জলবায়ূ ধারণ করে?
ক) দ্রাঘিমাংশ
খ)উচ্চতা
গ) অক্ষাংশ
ঘ) সমুদ্র থেকে দূরত্ব
উত্তর: খ
১৩। কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ূর উপাদান কোনটি?
ক)বারিপাত
খ) বায়ূর তাপ
গ) বায়ূর চাপ
ঘ) সবকটি
উত্তর: ঘ
১৪। বেতার তরঙ্গ বায়ূমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়?
ক)আয়নমণ্ডল
খ)তাপমণ্ডল
গ)এক্সোমণ্ডল
ঘ)মেসোমণ্ডল
উত্তর: ক
১৫। পৃথিবীর সবচেয়ে ভারি স্তর কোনটি?
ক)অশ্বমণ্ডল
খ)সিয়াল স্তর
গ)গুরুমণ্ডল
ঘ)কেন্দ্রমণ্ডল
উত্তর: ঘ
১৬। স্ট্রাটোমণ্ডলের মধ্য দিয়ে জেট বিমান চলার কারণ কোনটি?
ক)জলীয় বাষ্প কম
খ)শুষ্ক আবহাওয়া
গ)আবহাওয়া শান্ত
ঘ) সবকটি
উত্তর: ঘ
১৭। গ্রিনিচের দ্রাঘিমা কত (ডিগ্রি)?
ক)৩৬০
খ)০
গ)১
ঘ)১৮০
উত্তর: খ
১৮)ভূমিকম্পের তরঙ্গ কত ধরণের?
ক)২
খ)৪
গ)৩
ঘ)৫
উত্তর: গ
১৯। বারিমণ্ডলের কত শতাংশ পানির উৎস নদী?
ক)৯৭.২৫%
খ)২.০৫%
গ)০.৬৮%
ঘ)০.০০০১%
উত্তর: ঘ
২০। সমুদ্র তলদেশের ভূমিরূপ নয় কোনটি?
ক)মহীসোপান
খ)মহীঢাল
গ)গভীর সমভূমি
ঘ) কোনটিই না (সবকটিই ভূমিরূপ)
উত্তর: ঘ
২০। বাংলাদেশের গড় বৃষ্টিপাত ও তাপমাত্রা যথাক্রমে কত সে.মি ও কত ডিগ্রি সেলসিয়াস?
ক)২০৩ ও ২৬.০১
খ)২২০ ও ২৫.৫
গ)২৫০ ও ২৭.৫
ঘ) ২০০ ও ২২
উত্তর: ক
২১।বাংলাদেশের রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা কত নটিকাল মাইল?
ক)১২
খ)৩৬০
গ)২০০
ঘ) ৩০০
উত্তর: ক
২২।জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
ক.নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ.ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
গ.রোম, ইতালি
ঘ.কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ
২৩।বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
ক.২২º-৩০′ থেকে ২২º-৩৪′ দক্ষিন অক্ষাংশে
খ.৮০º-৩১′ থেকে ২২º-৯০′ দ্রাঘিমাংশে
গ.৩৪º-৩০′ থেকে ৩৮′ উত্তর অক্ষাংশে
ঘ.৮৮º ০১′ থেকে ৯২º ৪১′ পূর্ব দ্রাঘিমাংশে
উঃ ঘ
২৪।পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণনকে কি বলা হয়?
ক.বার্ষিক গতি
খ.আহ্নিক গতি
গ.ঘূর্ণন গতি
ঘ.চক্রাকার গতি
উঃ খ
২৫.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে-
ক.৮টি অঞ্চলে
খ.৪টি অঞ্চলে
গ.৬টি অঞ্চলে
ঘ.৩টি)
উঃ ঘ(
২৬.বাংলাদেশর পাহাড় শ্রেণীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
ক.প্লাইসটোসিন যুগের
খ.টারশিয়ারি যুগের
গ.মায়োসিন যুগের
ঘ.ডেবোনিয়ান যুগের
উঃ খ
২৭. ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার(বিজিবি এর তথ্য অনুযায়ী) ?
ক.৪১৩৮কিলোমিটার
খ.৪,১১৫কিলোমিটার
গ.৪,৭১৫কিলোমিটার
ঘ.৩,৭২৫কিলোমিটার
উঃ ক
২৮.কোন গ্রহের ২২ টি উপগ্রহ আছে?
ক.মঙ্গল
খ.বৃহস্পতি
গ.শনি
ঘ.ইউরেনাস
উঃ গ
২৯.বাংলাদেশের উষ্ণতম ঋতু কোনটি?
ক.গ্রীষ্মকাল
খ.শাতীকাল
গ.বর্ষাকাল
ঘ.হেমন্তকাল
উঃ ক
৩০.পৃথিবীতে সর্বত্র দিন-রাত্রি সমান হয়-
ক.২৩ অক্টোবরও ২২ ডিসেম্বর
খ.২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ.২৩ মার্চ ও ২১ সেপ্টেম্বর
ঘ.২২ ডিসেম্বর ও ২৩ অক্টোবর
উঃ খ
৩১.বাংলাদেশে কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল?
ক. ১৯৯২
খ.১৯৮৮
গ.২০০৭
ঘ.১৯৯৮
উঃ ঘ
৩২.দূর্যোগ ব্যবস্থাপনার মূখ্য উপাদান কতটি?
ক.২টি
খ.৫টি
গ.৪টি
ঘ.৩টি
উঃ ঘ
৩৩।উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.২৫০ নটিক্যাল মাইল
খ.২০০০নটিক্যাল মাইল
গ.২২৫ নটিক্যাল মাইল
ঘ.কোনটিই নয়
উঃ ঘ
৩৪.জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
ক.অমাবস্যায়
খ.একদশীতে
গ.অষ্টমীতে
ঘ.পঞ্চমীতে
উঃ ক
৩৫.সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-
ক.দ্বিগুন
খ.তিনগুন
গ.ছয়গুন
ঘ.চারগুন
উঃ ক
৩৬.কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়?
ক।গেওয়া
খ কেওড়া
গ।গজারী
ঘ।গোলপাতা
উঃ গ
৩৭।উৎপত্তি বৈশিষ্ট্য ও গঠনপ্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার ?
ক. ২
খ. ৪
গ. ৩
ঘ. ৫
উঃ খ
৩৮। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
ক. ৭৮.০২
খ ৭৮.২০
গ. ২০.৭১
ঘ. ০.০৩
উঃ গ
৩৯। সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর ?
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্রাটোমণ্ডল
গ. আয়নমণ্ডল
ঘ. কোনটিই নয়
উঃ গ
৪০। সাধারণত কত বছরের আবহাওয়াকে জলবায়ু বলে ?
ক. ২০ বছর
খ. ২০-৩০ বছর
গ. ৩০-৪০ বছর
ঘ. কোনটিই নয়
উঃ গ
৪১। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয় কোনটি?
ক. দ্রাঘিমাংশ
খ. উচ্চতা
গ. অক্ষাংশ
ঘ. বায়ু প্রবাহ
উঃ ক
৪২। পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে?
ক. ৭০%
খ. ৭৫%
গ. ৯০%
ঘ. ৯৭%
উঃ ঘ
৪৩। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক
খ. ভারত মহাসাগর
গ. প্রশান্ত
ঘ. কোনটিই নয়
উঃ গ
৪৪।ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
ক. বরাইল
খ. কৈলাস
গ. কান্চনজঙ্ঘা
ঘ. গডউইন অস্টিন
উত্তর : খ
৪৫।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)চট্টগ্রাম
উত্তর : ক
৪৬।নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
ক. খেজুর পাম
খ. সাগু পাম
গ. নিপা পাম
ঘ. তাল পাম
উত্তরঃ গ
৪৭। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. সিলেট বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রাম বনভূমি
গ. ভাওয়াল ও মধুপুর বনভূমি
ঘ. খূলনা,বরিশাল ও পটুয়াখালী বনভূমি
উত্তরঃগ
৪৮।শৈল প্রপাত কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)সিলেট
উত্তর :খ
৪৯.নীচের কোনটি মানবসৃষ্ট (hazard) নয়?
ক.বায়ু দূষণ
খ.দুর্ভিক্ষ
গ.মহামারী
ঘ.কালবৈশাখী (Norwester)
উত্তরঃ ঘ
৫০. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক.উদ্ধার পর্যায়ে
খ.প্রভাব পর্যায়ে
গ.সতর্কতা পর্যায়ে
ঘ.পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ ঘ
৫১. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক.প্রতিরক্ষা মন্ত্রণালয়
খ.দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়
গ.পরিবেশ ও বন মন্ত্রণালয়
ঘ.বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ ক
৫২.বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
ক.৩০%
খ.৪০%
গ.৫০%
ঘ.৬০%
উত্তরঃ ক
৫৩. 'সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০' হচ্ছে একটি-
ক.দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
খ.জাপানের উন্নয়ন কৌশল
গ.সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ.ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ ক
৫৪.দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক.১ জানুয়ারী
খ.১১ জানুয়ারী
গ.১৯ জানুয়ারী
ঘ.২১ মার্চ
উত্তরঃগ
৫৫. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক.নতুন দিল্লি
খ.কলম্বো
গ.ঢাকা
ঘ.কাঠমান্ডু
উত্তরঃ ক
৫৬. বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে?
ক.১৯৯২ সালে
খ.২০০১ সালে
গ.১৯৮৯ সালে
ঘ.২০০০ সালে
উত্তরঃ খ
৫৭.বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
ক.ভারতে
খ.বাংলাদেশে
গ.মালদ্বীপে
ঘ.নেপালে
উত্তরঃ খ
৫৮.বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.শীত
উত্তরঃ খ
৫৯।বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুয়ারিয়া কোথায় অবস্থিত?
ক) ভেনিজুয়েলায়
খ) সুইজারল্যান্ডে
গ) ব্রাজিলে
ঘ) আফ্রিকায়
উত্তর : গ
৬০।দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে
ক. দুর্যোগ প্রতিরোধ
খ.দুর্যোগ প্রশমন
গ.দুর্যোগের ঝুঁকিচিহ্নিতকরণ
ঘ.পূর্ব প্রস্তুতি
উঃ ঘ
৬১।সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
ক. শুক্র
খ. বুধ
গ. পৃথিবী
ঘ. বৃহস্পতি
উত্তরঃ খ
৬২।২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
ক. মকরক্রান্তি
খ. বিষুবলম্ব
গ. মূলমধ্যরেখা
ঘ. কর্কট ক্রান্তি
উত্তরঃ ঘ
৬৩।.কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?
ক. নেপচুন
খ. পৃথিবী
গ. বৃহস্পতি
ঘ. মঙ্গল
উত্তরঃ গ
৬৪।সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refuges হবে?
ক.৩ কোটি
খ.৩.৫ কোটি
গ.৪ কোটি
ঘ.৪.৫ কোটি
উঃ খ
৬৫।আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত--
ক. পশ্চিম ইউরোপে
খ. পূর্ব ইউরোপে
গ. উত্তর আমেরিকায়
ঘ. দক্ষিন আমেরিকায়
উত্তরঃ ক
৬৬।প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
ক.কমিউনিটি পর্যায়ে
খ.জাতীয় পর্যায়ে
গ.আঞ্চলিক পর্যায়ে
ঘ.উপজেলা পর্যায়ে
উঃ ক
৬৭। শীতল মরুভূমি কোনটি?
ক. লাদাখ
খ. আরব মরুভূমি
গ. সাহারা
ঘ. রাব আল খালী
উত্তরঃ ক
৬৮। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক.১ জানুয়ারী
খ.১১ জানুয়ারী
গ.১৯ জানুয়ারী
ঘ.২১ মার্চ
উঃগ
৬৯। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক.নতুন দিল্লি
খ.কলম্বো
গ.ঢাকা
ঘ.কাঠমান্ডু
উঃ ক
৭০।২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়--
ক. ১০০-২০০ কি.মি
খ. ৩০০-৪০০ কি.মি
গ. ৭০০-৮০০ কি.মি
ঘ. ৯০০-১০০০ কি.মি
উত্তরঃ গ
৭১।When did Sidr hit Bangladesh?
ক. 15 Nov, 2007
খ. 16 Nov, 2007
গ. 17 Nov, 2007
ঘ. 18 Nov, 2007
উত্তরঃ ক
৭২।সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ-
ক. ৫ কিঃ মিঃ
খ. ১০ খিঃ মিঃ
গ. ২৭ কিঃ গ্রাম
ঘ. ১০ নিউটন
উত্তরঃ ঘ
৭৩।.গর্জনশীল চল্লিশার অবস্থার কোনটি?
ক. ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ
খ. ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ
গ. ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর
ঘ. ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর
উত্তরঃ ক
৭৪।২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-26 এর আয়োজক দেশ কোনটি?
ক. জার্মানি
খ. জাপান
গ. ব্রিটেন
ঘ. ফিজি
উঃ গ
৭৫।বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়শিংটন
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উঃ গ
৭৬।জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৯৮ সালে
উঃ খ
৭৭।প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে?
ক. প্রথম সোমবার
খ. দ্বিতীয় সোমবার
গ. তৃতীয় সোমবার
ঘ. চতুর্থ সোমবার
উঃ ক
৭৮) নিম্নলিখিত কোনটি International mother Earth day?
ক. ১৮ এপ্রিল
খ. ২০ এপ্রিল
গ. ২২ এপ্রিল
ঘ. ২৪ এপ্রিল
উঃ গ
৭৯) কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন
ঘ. ২১ জুন
উঃ গ
৮০) আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?
ক. ২২ জুলাই
খ. ২৮ জুলাই
গ. ১৭ জুলাই
ঘ. ১৬ সেপ্টেম্বর
উঃ ঘ
৮১।কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ
গ. ফিজি
ঘ. মাদাগাস্কার
উঃ খ
৮২।পানি দিবস পালিত হয় কবে?
ক. ২ ফেব্রুয়ারি
খ. ১ মার্চ
গ. ২২ মার্চ
ঘ. ২২ এপ্রিল
উঃ গ
৮৩) আবহাওয়া দিবস পালিত হয় কবে?
ক. ২ ফেব্রুয়ারি
খ. ১ মার্চ
গ. ২৩ মার্চ
ঘ. ২২ এপ্রিল
উঃ গ
৮৪।বার্ষিক বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা যায়?
ক)৩ টি
খ)৫ টি
গ)৭ টি
ঘ)৪ টি
উত্তর: ক
৮৫। বাংলাদেশের জলবায়ু কোন ধরণের?
ক)মৌসুমি
খ)উষ্ণ, সমভাবাপন্ন
গ) সিক্ত সমভাবাপন্ন
ঘ) ক্রান্তীয় মৌসুমী
উত্তর: ঘ
৮৬। সমুদ্র স্রোতের কারণ নয় কোনটি?
ক) লবণাক্ততার পার্থক্য
খ)তাপমাত্রার পার্থক্য
গ)নিয়ত বায়ুপ্রবাহ
ঘ) কুয়াশা ও ঝড়
উত্তর: ঘ
৮৭।বাংলাদেশের কোন অন্ঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়---
ক. দক্ষিণ - পশ্চিম
খ. উত্তর-পশ্চিম
গ. উত্তর- পূর্ব
ঘ. পূর্ব-দক্ষিণ
উত্তর: গ
৮৮।বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
ক. লালমাই
খ. লালপুর
গ. লালাখাল
ঘ. শ্রীমঙ্গল
উত্তর: গ
৮৯। বর্তমানে স্বীকৃত দুর্যোগ কয়টি?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তর:খ
৯০।বাংলাদেশে ১ম সুনামি হয় কবে?
ক. ২ এপ্রিল, ১৭৬১
খ. ১ এপ্রিল, ১৭৬১
গ. ২ এপ্রিল, ১৭৬২
গ. ১ এপ্রিল, ১৭৬২
উত্তর:গ
৯১।বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
ক)১ থেকে ১.৫ ডিগ্রি
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি
উঃ ক
৯২।কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়?
ক) আহ্নিক গতি
খ) বার্ষিক গতি
গ) জোয়ার ভাটা
ঘ) অমাবস্যা
উত্তর : ক
৯৩।বাংলাদেশে পাদদেশীয় সমভূমি হচ্ছে
ক. রংপুর ও দিনাজপুর
খ. বগুড়া ও রাজশাহী
গ. সিলেট ও ময়মনসিংহ
ঘ. চট্টগ্রাম
উত্তর : ক
৯৪।দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে ব্যয়বহুল ?
ক. পূর্বপ্রস্তুতি
খ. প্রশমন
গ. পুনুরুদ্ধার
ঘ. উন্নয়ন
উত্তর : খ
৯৫। বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কতটি ?
ক. ৪০৮
খ. ৪১১
গ. ৪১০
ঘ. ৪২০
উত্তর : গ
৯৬। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
ক. হিমালয় পর্বতমালা
খ. আল্পস পর্বতমালা
গ. আন্দিজ পর্বতমালা
ঘ. অ্যাটলাস পর্বতমালা
উত্তরঃ গ
৯৭।জোয়ার ভাটা জনিত বন্যা কী ধরনের ?
ক. স্বল্প স্থায়ী
খ. দীর্ঘ স্থায়ী
গ. মধ্য স্থায়ী
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
৯৮। কোন ধরনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় ?
ক. ফ্লাস ফ্লাট
খ . মৌসুমী বন্যা
গ. জলোচ্ছ্বাস
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
৯৯।দূর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে বেশি কাজ করতে হয় ?
ক. পূর্বপ্রস্তুতি
খ. প্রশমন
গ. পুনুরুদ্ধার
ঘ. উন্নয়ন
উত্তর : ক
১০০।প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে ?
ক. পুনর্বাসন
খ. দুর্যোগ প্রস্তুতি
গ. ঝুঁকি চিহ্নিতকরণ
ঘ. দুর্যোগ প্রশমন
উত্তর : গ
No comments