Google Ads

সাধারণ জ্ঞান। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৬০টি মডেল টেষ্ট। কৃষিসেবা২৪

সাধারণ জ্ঞান 

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

সাধারণ জ্ঞান,  আন্তর্জাতিক বিষয়াবলী


১. 'নাথুলা পাস' কোন দুইটি দেশের সীমান্ত বানিজ্য পথ ? 
ক। ভারত- পাকিস্তান
খ। ভারত - মায়ানমার
গ। ভারত - ফ্রন্স
ঘ। ভারত - চীন
উঃ ঘ
২. 'তাফতান' কোন দুটি দেশের সীমান্তবর্তী স্থান -
ক। ভারত- পাকিস্তান
খ। চীন - ইরাক
গ। ইরান - পাকিস্তান
ঘ। নেপাল- ভূটান
উঃ গ
৩. নিচের কোন রাষ্ট্রটি 'দি হলি সি' নামে পরিচিত -
ক। ভ্যাটিকান সিটি
খ। মালদ্বীপ
গ।কলম্বিয়া
ঘ। মাইক্রোনেশিয়া
উঃ ক
৪., 'সিনচুলা চুক্তি' স্বাক্ষরিত হয় কোন দুটিদেশের মধ্যে 
ক। ভূটান- ব্রিটেন
খ। ভূটান - ফ্রান্স
গ। ভূটান - চীন
ঘ। ভূটান - নেপাল
উঃ ক
৫. রাফাহ সীমান্ত কোন দুটিদেশের মধ্যে বিদ্যমান
ক। পাকিস্তা- মিশর
খ। মিশর - চীন
গ। মিশর - ফিলিস্তিন
ঘ। কাতার - মিশর
উঃ গ


৬. 'অক্টোবর বিপ্লব' কোন সালে সংঘটিত হয় -
ক. ১৯৩০
খ. ১৯১৫
গ. ১৯১২
ঘ. ১৯১৭
উঃ ঘ
৭. ' Ne Win' নামটি কোনদেশের সাথে যুক্ত -
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. মায়ানমার
ঘ. ভারত
উঃ গ
৮. প্রাতিষ্ঠানিকভাবে ইউরোপীয় পুণর্গঠন প্রকল্প নামে পরিচিত কোনটি?
ক.মার্শাল পরিকল্পনা
খ.সাইন পলিসি
গ.মনরো ডিল্পোমেসি
ঘ.Clash of Civilization
উঃ ক
৯. গোলান মালভূমি কোন দেশের ভূ- খন্ড -
ক. ইসরাইল. 
খ. মিশর
গ. সিরিয়া
ঘ. ফিলিস্তিন
উঃ গ
১০.লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?
ক.শ্রীলংকায়
খ.নেপালে 
গ. ভুটানে 
ঘ.ভারতে
উঃ ঘ


১১।THAAD কোন দেশের ব্যালিস্টিক মিসাইল
ক) রাশিয়া
খ) উত্তর কোরিয়া 
গ) দক্ষিণ কোরিয়া
ঘ)) আমেরিকা 
উঃ ঘ
১২. জার্মানির আক্রমণ থেকে সুরক্ষা পেতে কোন দেশ Maginot Line নির্মাণ করে?
ক. অস্ট্রিয়া
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. ফ্রান্স 
ঘ. ইংল্যান্ড
উঃ গ
১৩. নর্ড-স্ট্রিম ২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে?
ক. যুক্তরাষ্ট্র-কানাডা
খ. রাশিয়া-তুরস্ক
গ. চীন-উত্তর কোরিয়া
ঘ. জার্মানি-রাশিয়া 
উঃ ঘ
১৪. মিয়ানমার-ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক পরিকল্পনার মহাসড়ক-
ক. গ্রিন রোড
খ. বিসিআিইএম রোড
গ. লিংক রোড
ঘ. রিং রোড 
উঃ ঘ
১৫. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?
ক)১৯৪৭ সালে 
খ)১৯৯৯ সালে
গ)২০১৮ সালে
ঘ)২০১৯ সালে
উঃ ক


১৬. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?
ক)বেলজিয়াম ও ইতালি
খ)তুরস্ক ও গ্রীস 
গ)ইতালি ও ফ্রান্স 
ঘ)তুরস্ক ও জার্মানি
উঃ খ
১৭. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
ক)ইসরাইল-সিরিয়া 
খ)তুরস্ক-সিরিয়া 
গ)ইসরািল-লেবানন 
ঘ)মিসর-ইসরাইল
উঃ ক
১৮. কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
ক. জুলু
খ. কুলু
গ. মাসাই 
ঘ. টোডা
উঃ গ
১৯.অসলো এর পূর্ব নাম কি? 
ক. লাওস 
খ. খ্রিস্টিনা 
গ. ইস্টিনা 
ঘ. লাফার্জ 
উত্তরঃ খ
২০.City of Culture নামে খ্যাত শহর কোনটি? 
ক. নিউইয়র্ক 
খ. তাসখন্দ 
গ. প্যারিস 
ঘ. মস্কো 
উত্তরঃ ঘ


২১.গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন মান? 
ক. বেনিন 
খ. ঘানা 
গ. নাইজেরিয়া 
ঘ. মিশর 
উত্তরঃ খ
২২.সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত 
ক. কাঠমান্ডু 
খ. কাশ্মীর 
গ. ভুটান 
ঘ. হিমাচল 
উত্তরঃ খ
২৩.প্রাচ্যের ভেনিস কোনটি? 
ক. সিংগাপুর 
খ. চিটাগাং 
গ. ব্যাংকক 
ঘ. ওসাকা 
উত্তরঃ গ
২৪.পশ্চিম ইউরোপে ট্রুমান ডকট্রিন কবে ঘোষণা করা ১ সালে 
গ. ১৯৫০ সালে 
ঘ. ১৯৫৩ সালে 
উত্তরঃ ক
২৫. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ক. ম্যাকমোহন লাইন
খ. ডুরাল্ড লাইন
গ. রেডলাইন
ঘ. রেডক্লিফ লাইন
উত্তরঃ ক


২৬.পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ক. ডুরাল্ড লাইন
খ. তালেবান লাইন
গ. ম্যাকমোহন লাইন
ঘ. রের্ডক্লিফ লাইন
উত্তরঃ ক
২৭. ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
ক. এশিয়া ও অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা ও মাদাগাস্কার
গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরঃ ঘ
২৮.ওডার নীচ নদী---
ক. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ. সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
উত্তরঃ ক
২৯.সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
ক. ৩৮° সমান্তরাল
খ. ১৭° সমান্তরাল
গ. ২৩° সমান্তরাল
ঘ. ১৮° সমান্তরাল
উত্তরঃ খ
৩০.কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক. হরমুজ 
খ.বেরিং 
গ.জিব্রাল্টার
ঘ.মালাক্কা
উঃ গ


৩১.হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
ক.মৃত পর্বত
খ.ভঙ্গিল পর্বত
গ. সুপ্ত অগ্নিগিরি
ঘ. কোনটিই নয় 
উঃ খ
৩৩.কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
ক. মধ্য ইউরোপের সমভূমি
খ.মধ্য এশিয়ার সমভূমি
গ.মধ্য আমেরিকার  সমভূমি
ঘ.কোনটি নয়
উঃ ক
৩৪.ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?  
ক.মরুভূমি
খ. খাল
গ.হ্রাদ
ঘ.কোনটিই নয়
উঃ ক
৩৫.মালাক্কা প্রণালীর অবস্থান?
ক.দক্ষিণ পূর্ব এশিয়া
খ.দক্ষিণ  এশিয়া
গ. ইউরোপের মধ্যে 
ঘ.কোনটিই নয়
উঃ ক


৩৬. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
ক.উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
খ.আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর 
ঘ. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর 
উঃ ক
৩৭.এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
ক.১৯৫৩ সালে
খ.১৯৭৩ সালে
গ.১৯৬৩ সালে
ঘ.১৯৪৩ সালে
উঃ ক
৩৮.কোনটি ইরানের মরুভূমি?
ক.হরমুজ 
খ.বাব-এল-মান্দেব
গ.দস্ত-ই-লুত
ঘ.দার্দানেলিস
উঃ গ
৩৯.পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
ক.১৯৯৯ সালে
খ. ১৮৫৬ সালে
গ.১৮৬৯ সালে
ঘ.১৮৫৯ সালে
উঃ ক
৪০.সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
ক.মালভূমি
খ.হ্রাদ
গ.নদী সিকস্তি 
ঘ. কোনটিই নয় 
উঃ ক


৪১.সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক.হরমুজ 
খ.মালাক্কা
গ. পক
ঘ.দার্দানেলিস
উঃ খ
৪২.সানশাইন পলিসি” কোন দুটি দেশের  মধ্যে হয়?
ক.দক্ষিণ কোরিয়া-উত্তর কোরিয়া
খ. জাপান-রাশিয়া
গ. ভিয়েতনাম -চীন
ঘ. সিঙ্গাপুর -ভিয়েতনাম 
উঃ ক
৪৩.ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-
ক.হরমুজ 
খ.মালাক্কা
গ. পক
ঘ.দার্দানেলিস
উঃ ঘ
৪৪.Policy of isolation বলা হয় কোনটিকে? 
ক.মার্শাল পরিকল্পনা
খ.সাইন পলিসি
গ.মনরো ডিল্পোমেসি
ঘ.Clash of Civilization
উঃ গ
৪৫.Clash of civilisation - কার লেখা?
ক.পি হাংটিংটন খ. ভি , আই. লেনিন 
গ.রুশো ঘ. ম্যাকিয়াভ্যালি 
উঃ ক


৪৬.পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. ভেক্টরিয়া 
খ.কাস্পিয়ান 
গ. গ্রান্ড
ঘ.বৈকাল
উঃ ঘ
৪৭.স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?
ক. বিখ্যাত রাস্তা 
খ.বিখ্যাত প্রণালি
গ.বিখ্যাত জলপ্রপাত
ঘ.বিখ্যাত খাল
উঃ গ
৪৮.আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
ক.হরমুজ 
খ.মালাক্কা
গ. পক
ঘ.বাব-এল-মান্দেব
উঃ ঘ
৪৯.ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
ক.শ্রীলংকায়
খ.নেপালে 
গ. ভুটানে 
ঘ.ভারতে
উঃ খ
৫০.সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ?
ক.ইতালি 
খ. ফ্রান্সে 
গ.বেলজিয়াম 
ঘ. রাশিয়া
উঃ ক


৫১.সামন্তবাদ ইউরোপের কোন দেশে বিকশিত হয় ?
ক.ইতালি
খ. ফ্রান্সে 
গ.বেলজিয়াম 
ঘ. রাশিয়া
উঃ খ
৫২.পুঁজিবাদকে সম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলে কে আখ্যায়িত করেছেন?
ক. ভি. আই. লেনিন 
খ.ম্যাকিয়াভেলি
গ. গর্বাচেভ              
ঘ.জেমস হার্জল 
উঃ ক
 ৫৩। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন কে ?
ক. ভি. আই. লেনিন 
খ.বিসমার্ক
গ. গর্বাচেভ              
ঘ.জেমস মার্কেল
উঃ খ
 ৫৪।নব্য উপনিবেশবাদের হাতিয়ার বলা হয় কোনটিকে?
ক.মুক্তবাজার অর্থনীতিকে 
খ. মিশ্র অর্থনীতিকে
গ. একচেটিয়া অর্থনীতিকে
ঘ. কোনটিই নয় 
উঃ ঘ
৫৫। বিশ্বায়ন শুরু হয় কবে ?
ক. ১৯৯৫ সালে খ.১৯৯৬ সালে 
গ.১৯৯৭ সালে  ঘ.১৯৯৪ সালে
উঃ ক


৫৬.আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী তত্ত্ব কয়টি ?
ক. ৩টি 
খ. ৪টি 
গ. ৫টি 
ঘ. ৬টি
উঃ ক
৫৭।উত্তর আধুনিকতাবাদের সূচনা পর্ব
ক.১৯১০-১৯৩০ 
খ. ১৯১০-১৯৩২
গ.১৯১০-১৯৩৪ 
ঘ.১৯১০-১৯৩৬
উঃ ক
৫৮।জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্বের সাথে সংশ্লিষ্ট ?
ক.উদারতাবাদ 
খ.আধুনিকতাবাদ
গ.বাস্তববাদ      
ঘ.কাঠামোবাদ
উঃ ক
 ৫৯।Imperialism , the highest stage of Capitalism বইটি কার লেখা ?
ক. ভি , আই. লেনিন 
খ.রুশো 
গ. ম্যাকিয়াভ্যালি 
ঘ. ভলদেয়ার
উঃ ক
৬০।উপনিবেশবাদের সূচনা হয় কবে?
ক. পঞ্চদশ শতাব্দীতে 
খ. একাদশ শতাব্দীতে
গ. সপ্তদশ শতাব্দীতে 
ঘ. অষ্টাদশ শতাব্দীতে
উঃ ক

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close