সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)। কৃষিসেবা২৪
সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক )
কৃষি, বিসিএস, ব্যাংক, প্রাইমারী, শিক্ষক নিবন্ধন সহ যাবতীয় চাকুরীর প্রস্তুতির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ মডেল টেষ্ট।
শেয়ার করে রাখুন।
১। প্রশ্নঃ Who is known as the Lady of the lamp?/‘লেডী উইথ দি ল্যাপ’ কে?
ক. Sorojini Naidu
খ. Hellen Killer
গ. Florence Nightingale
ঘ. Madame Teresa
উত্তরঃ গ
২। প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. ইসরাইল
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ
৩। প্রশ্নঃ Women of which country first attained the right to vote?/ অথবা, কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. বার্মা(Bahama)
খ. নরওয়ে(Norway)
গ. সুইডেন(Sweden)
ঘ. নিউজিল্যান্ড(New Zealand)
উত্তরঃ ঘ
৪। প্রশ্নঃ Man is born free, but is everywhere in chains-কার উক্তি?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. কাল মার্কস
ঘ. জেএসমিল
উত্তরঃ ক
৫। প্রশ্নঃ ‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-
ক. টিএইচ গ্রিন
খ. টিএইচ ব্রাউন
গ. অ্যারিসস্টল
ঘ. প্লেটো
উত্তরঃ ক
৬। প্রশ্নঃ Justice Delayed is Justice Denied-কার উক্তি?
ক. Lord Atkin
খ. Disraeli
গ. Churchil
ঘ. Gladstone
উত্তরঃ ঘ
৭। প্রশ্নঃ ‘নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে’-এ বিধির নাম কী?
ক. ফিশারের বিধি
খ. গেসামের বিধি
গ. বেনহামের বিধি
ঘ. এডাম স্মিথের বিধি
উত্তরঃ খ
৮। প্রশ্নঃ দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়- বলেছিলেন
ক. আব্রাহাম লিংকন
খ. আইজাক নিউটন
গ. বাট্রান্ড রাসেল
ঘ. পন্ডিত নেহেরু
উত্তরঃ ঘ
৯। প্রশ্নঃ এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়না- বলেছিলেন
ক. উইনস্টোন চার্চিল
খ. নেপোলিয়ান বোনাপোর্ট
গ. বিসমার্ক
ঘ. কার্ল মার্কস
উত্তরঃ ঘ
★সংকলণও
★ধন্যবাদান্তে
★অন্তিম কুমার রুপাই
★৪১-৪২-৪৩তম বিসিএস প্রিলি , প্রাইমারী, ব্যাংক সহ সকল প্রিপারেশন -
★টপিকঃ-আন্তর্জাতিক বিষয়
১) সার্কের বর্তমান মহাসচিবের নাম কি?
ক) আমজাদ হোসেন সিয়াল
খ) কমলেশ শর্মা
গ) শীলকান্ত শর্মা
ঘ) ওসাকা রোয়ান ওয়েরাকুন
উত্তরঃ ঘ) ওসাকা রোয়ান ওয়েরাকুন
২) SAFTA-চুক্তি কার্যকর হয়?
ক) ১৯৯৩ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ২০০৪ সালে
ঘ) ২০০৬ সালে
উত্তরঃ ঘ) ২০০৬ সালে
৩) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
ক) বুশ হাউস
খ) ক্রেমলিন
গ) ব্লু হাউজ
ঘ) হোয়াইট লজ
উত্তরঃ গ) ব্লু হাউজ
৪) কোনটি আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ?
ক) WPU
খ) IPU
গ) UPU
ঘ) IPO
উত্তরঃ গ) UPU
৫) দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ক) পার্ক জিউন হাই
খ) বান কি মুন
গ) আন চিউল সু
ঘ) মুন জায়ে ইন
উত্তরঃ ঘ) মুন জায়ে ইন
৬) সংযুক্তির পূর্বে ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত ছিল কোন অক্ষরেখা দ্বারা?
ক) ৩৮ ডিগ্রী সমান্তরাল
খ) ১৭ ডিগ্রী সমান্তরাল
গ) ২৩ ডিগ্রী সমান্তরাল
ঘ) ১৮ ডিগ্রী সমান্তরাল
উত্তরঃ খ) ১৭ ডিগ্রী সমান্তরাল
৭) বাংলাদেশ থেকে ইন্টারনেট আমদানি করার আগ্রহ প্রকাশ করে কোন দেশ?
ক) নেপাল
খ) মায়ানমার
গ) ভূটান
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ গ) ভূটান
৮) শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক) দামেস্ক চুক্তি
খ) আলজিয়ার্স চুক্তি
গ) কায়রো চুক্তি
ঘ) বৈরুত চুক্তি
উত্তরঃ খ) আলজিয়ার্স চুক্তি
৯) সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা কে?
ক) সেলমা লেগারফ
খ) সিগ্রিড উন্দসেট
গ) গ্রেজিয়া ডেলেদ্দা
ঘ) পার্ল এস বাক
উত্তরঃ ক) সেলমা লেগারফ
১০) কয়টি দেশ জাতিসংঘ সনদের মুল স্বাক্ষরকারী?
ক) ৫০ টি
খ) ২৫ টি
গ) ৬০ টি
ঘ) ৭৫ টি
উত্তরঃ ক) ৫০ টি
১১) আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়-
ক) ২ অক্টোবর ১৯৯০
খ) ৩ অক্টোবর ১৯৯০
গ) ৪ নভেম্বর ১৯৯০
ঘ) ৫ ডিসেম্বর ১৯৯০
উত্তরঃ খ) ৩ অক্টোবর ১৯৯০
১২) ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৭৮
খ) ১৯৭৩
গ) ১৯৮১
ঘ) ১৯৭৫
উত্তরঃ ক) ১৯৭৮
১৩) বাংলাদেশ কত সাল পর্যন্ত এলডিসি দেশের সুবিধা পাবে?
ক) ২০২১ সাল
খ) ২০২৪ সাল
গ) ২০২৭ সাল
ঘ) ২০২৮ সাল
উত্তরঃ গ) ২০২৭ সাল
১৪) মেনা- কোন দেশের সংবাদ সংস্থার নাম?
ক) সৌদি আরব
খ) মিশর
গ) কুয়েত
ঘ) ইরাক
উত্তরঃ খ) মিশর
১৫) জাপানের নাগাসাকিতে পারমানবিক বোমা নিক্ষেপ করা হয়-
ক) ৬ অগাস্ট ১৯৪৫ সালে
খ) ৯ অগাস্ট ১৯৪৫ সালে
গ) ৬ অক্টোবর ১৯৪৫ সালে
ঘ) ৯ অক্টোবর ১৯৪৫ সালে
উত্তরঃ খ) ৯ অগাস্ট ১৯৪৫ সালে
১৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে?
ক) মে ১৯৪৫
খ) নভেম্বর ১৯৪৫
গ) ফেব্রুয়ারী ১৯৪৪
ঘ) সেপ্টেম্বর ১০৪৫
উত্তরঃ ক) মে ১৯৪৫
১৭) ইরানে ইসলামি বিপ্লব হয়েছিল-
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮৯ সালে
গ) ১৯৭৮ সালে
ঘ) ১৯৭৩ সালে
উত্তরঃ ক) ১৯৭৯ সালে
১৮) জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি কার্যকর হয়?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৯৮ সালে
উত্তরঃ খ) ১৯৭৫ সালে
১৯) কূটনৈতিক সম্পর্ক ও কূটনৈতিক দায়মুক্তি নির্ধারণ কোন চুক্তির মুল বিষয়?
ক) জেনেভা কনভেনশন
খ) ভিয়েনা কনভেনশন
গ) বাসেল কনভেনশন
ঘ) আসাল্ট কনভেনশন
উত্তরঃ খ) ভিয়েনা কনভেনশন
২০) Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) কোন সালে নো
বেল পুরস্কার পায়?
ক) ১৯৯৮ সালে
খ) ২০০৬ সালে
গ) ২০১৩ সালে
ঘ) ২০১৪ সালে
উত্তরঃ গ) ২০১৩ সালে
২১) Outer Space Treaty কবে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৬০ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৭০ সালে
উত্তরঃ গ) ১৯৬৭ সালে
২২) ১৯৬৫ সালের যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় যে চুক্তির মাধ্যমে?
ক) সিমলা চুক্তি
খ) ক্রেমলিন চুক্তি
গ) তাসখন্দ চুক্তি
ঘ) কাশ্মীর শান্তি চুক্তি
উত্তরঃ গ) তাসখন্দ চুক্তি
২৩) The International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)- এর সদর দফতর কোথায়?
ক) লস এঞ্জেলস
খ) জেনেভা
গ) ভিয়েনা
ঘ) মেলবোর্ন
উত্তরঃ খ) জেনেভা
২৪) যে রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করে নি?
ক) চীন
খ) ভারত
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ) ভারত
No comments