Google Ads

সাধারণ জ্ঞান পার্ট-০২

সাধারণ জ্ঞান    পার্ট-০২

GK-part-2

 

1.   নদী থেকে বাণিজ্যি ভিত্তিতে মাছের রেণুপোকা সংগ্রহ
করা হয় ?

ক) তিস্তা খ) করতোয়া গ) তিতাস ঘ) হালদা 

 উত্তরঃ ঘ

2.    বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন_____

ক) পিপীলিকা খ) ফড়িং গ) মৌমাছি ঘ) দোয়েল 

উত্তরঃ ক

3.  জাতীয় শিশু দিবস কবে পালিত হয় ?

ক) ১৭ মার্চ          খ) ২৭ মার্চ
গ) ১৭ অক্টোবর     ঘ) ২৭ অক্টোবর

উত্তরঃ ক

4.      বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম
নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে____

ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ) খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ ক

5.  কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ ণির্মাণ করা
হয়েছিল?

ক) আকবর     খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর    ঘ) আওরঙ্গজেব

 উত্তরঃ ঘ

6.  FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জেনেভা খ) রোম গ) প্যারিস ঘ) নিউইয়র্ক

 উত্তরঃ খ

7.  জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি ?

ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা    খ) আন্তর্জাতিক রেডক্রস
গ) বিশ্ব খাদ্য সংস্থা   ঘ) আন্তর্জাতিক আদালত      

উত্তরঃ খ

8.  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

ক) ঢাকা খ) বেইজিং গ) নিউইয়র্ক ঘ) প্যারিস    

 উত্তরঃ ক

9.  বিশ্ব পানি দিবস_____

ক) ২২ এপ্রিল খ) ২১ মে গ) ২২ জুন ঘ) ২২ মার্চ  

 উত্তরঃ ঘ

10.        বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানীর নাম কি ?

ক) দাইউ খ) ফিনিক্স গ) ফোর্ড ঘ) বোয়িং

 উত্তরঃ ঘ

11.      মানুষের ত্বকের রঙ নির্ভর করে যে উপাদানটির উপর____

ক) থায়ামিন খ) টায়ালিন গ) মেলানিন ঘ) নিয়াসিন  

উত্তরঃ গ

12.      নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?

ক) সিপিইউ খ) কী বোর্ড গ) প্রিন্টার ঘ) মনিটর    

 উত্তরঃ খ

13.     বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণির
জিনগত নকশা উন্মোচন করেছেন ?

ক) গরু খ) ভেড়া গ) ছাগল ঘ) মহিষ

উত্তরঃ ঘ

14.              পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা ?

ক) সমাক্ষ রেখা  খ) নিরক্ষ রেখা
গ) মেরু রেখা    ঘ) দ্রাঘিমা রেখা

 উত্তরঃ খ

15.              কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

ক)ভিটামিন   খ)ভিটামিন বি
 গ)ভিটামিন সি    ঘ)ভিটামিন ডি

 উত্তরঃ গ



 এই অংশের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন ।



ডাউনলোড 



http://eunsetee.com/XKfY



ডাউনলোড







 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close