সাধারণ জ্ঞান পার্ট-০২
সাধারণ জ্ঞান পার্ট-০২
GK-part-2 |
1. নদী থেকে বাণিজ্যি ভিত্তিতে মাছের রেণুপোকা সংগ্রহ
করা হয় ?
ক) তিস্তা খ) করতোয়া গ) তিতাস ঘ) হালদা
উত্তরঃ
ঘ
ক) পিপীলিকা খ) ফড়িং গ) মৌমাছি ঘ) দোয়েল
উত্তরঃ ক
ক) ১৭ মার্চ খ) ২৭ মার্চ
গ) ১৭ অক্টোবর ঘ) ২৭ অক্টোবর
উত্তরঃ ক
নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে____
ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খ) চট্রগ্রাম
বিশ্ববিদ্যালয়ে
গ) খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘ) বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক
হয়েছিল?
ক) আকবর খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর ঘ) আওরঙ্গজেব
উত্তরঃ
ঘ
ক) জেনেভা খ) রোম গ) প্যারিস ঘ)
নিউইয়র্ক
উত্তরঃ খ
ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা খ) আন্তর্জাতিক রেডক্রস
গ) বিশ্ব খাদ্য সংস্থা ঘ) আন্তর্জাতিক আদালত
উত্তরঃ
খ
8. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক) ঢাকা খ) বেইজিং গ) নিউইয়র্ক ঘ)
প্যারিস
উত্তরঃ ক
9.
বিশ্ব পানি দিবস_____
ক) ২২ এপ্রিল খ) ২১ মে গ) ২২ জুন ঘ) ২২
মার্চ
উত্তরঃ ঘ
ক) দাইউ খ) ফিনিক্স গ) ফোর্ড ঘ) বোয়িং
উত্তরঃ
ঘ
11. মানুষের ত্বকের রঙ নির্ভর করে যে উপাদানটির উপর____
ক) থায়ামিন খ) টায়ালিন গ) মেলানিন ঘ)
নিয়াসিন
উত্তরঃ গ
ক) সিপিইউ খ) কী বোর্ড গ) প্রিন্টার ঘ)
মনিটর
উত্তরঃ খ
‘জিনগত নকশা’ উন্মোচন করেছেন ?
ক) গরু খ) ভেড়া গ) ছাগল ঘ) মহিষ
উত্তরঃ ঘ
ক) সমাক্ষ রেখা খ) নিরক্ষ রেখা
গ) মেরু রেখা ঘ) দ্রাঘিমা রেখা
উত্তরঃ খ
ক)ভিটামিন ‘এ’ খ)ভিটামিন ‘বি’
গ)ভিটামিন ‘সি’ ঘ)ভিটামিন ‘ডি’
উত্তরঃ গ
এই অংশের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন ।
No comments