Google Ads

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ প্রস্তুতি-০১


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ প্রস্তুতি-০১


 
Primary mcq study


1.         ইচ্ছার সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অনিচ্ছা                 খ) সাধ
গ) বাসনা                   ঘ) স্পৃহা                
           
সঠিক উত্তরঃ ক

2.        কোনটি পারিভাষিক শব্দ?

ক) মসজিদ       খ) হাসপাতাল
গ) সমীকরণ      ঘ) হরতন     
  
সঠিক উত্তরঃ গ

3.    ক+ঘ্যাণ=কার্য, কোন সূত্রে কৃদন্ত সাধিত হয়েছে?

ক) উপধা         খ) আগম
গ) গুণ             ঘ) বৃদ্ধি                  
           
সঠিক উত্তরঃ ঘ

4.   কোন বানানটি শুদ্ধ ?

ক) মনঃকষ্ট       খ) মনকষ্ট
গ) মনোকষ্ট      ঘ) কোনটিই নয়       
             
সঠিক উত্তরঃ গ

5.   কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি ?

ক) অলস                   খ) পরিশ্রমী
গ) পরিপাটি                ঘ) দীর্ঘজীবী  
    
সঠিক উত্তরঃ গ

6.    Enclave-এর পারিভাষিক শব্দ______

ক) বিচ্ছিন্ন এলাকা        খ) ছিটমহল
গ) বিশেষ এলাকা        ঘ) সীমান্ত এলাকা    
  
সঠিক উত্তরঃ খ

7.    কোন বাক্যে ঢাক্‌ ঢাক্‌ শুড় শুঢ় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

ক) ঢাক্‌ ঢাক্‌ শুড় শুড় করে কি লাভ, কাজে লেগে যাও
খ) ঢাক্‌  ঢাক্‌ শুড় শুড় করে কি লাভ, আসল কথাটি বল।
গ) ঢাক্‌ ঢাক্‌ শুড় শুড় করে কি লাভ, কি খাবে বল।
ঘ) ঢাক্‌ ঢাক্‌ শুড় শুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও। 

সঠিক উত্তরঃ খ

8.    কোনটি শুদ্ধ?

ক) সৌজন্যতা   খ)সৌজন্নতা
গ) সৌজন্য       ঘ) সৌজম্বতা 
    
সঠিক উত্তরঃ ঘ

9.   চাঁদমুখ-কোন সমাস?

ক) উপমাপ       খ) উপমিত
গ) রূপক          ঘ) অব্যয়ীভাব         
  
সঠিক উত্তরঃ খ 

10.   চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? 

ক) তালব্য                  খ) দন্ত্য
গ) মূধন্য                    ঘ) ওষ্ঠ্য                 
             
সঠিক উত্তরঃ ক

11.  সমাস ভাষাকে কী করে? 

ক) সংক্ষেপ করে         খ) বিস্তৃত করে
গ) অর্থপূর্ণ করে           ঘ) অর্থের  রুপান্তর ঘটায় 

সঠিক উত্তরঃ ক 

12.   Decode এর পারিভাষিক শব্দ_

ক) অনুস্নান করা                      খ) বহন করা 
গ) সংকেত গোপন করা            ঘ) সংকেত মোচন করা 
        
 সঠিক উত্তর ঘ
    
13.  কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে? 

ক) নিমাই         খ) কেষ্টা
গ) মুটে            ঘ)কানাই 

সঠিক উত্তরঃ খ 

14.   কপোল অর্থ কী? 

ক)মহাদেব        খ) য়শস্বী
গ) গগুদেশ       ঘ) ললাট 

সঠিক উত্তরঃ গ 

15.  কোন বানানটি শুদ্ধ?

ক) অদ্ভৃত         খ) অদ্ভৃদ
গ) অদ্ভৃৎ                    ঘ) অদ্ভৃত        

সঠিক উত্তরঃ ঘ 

16.  Deed _ এর পরিভাষা কোনটি? 

ক) দলিল          খ) মৃত
গ) দানপত্ত        ঘ) চুক্তিপত্র   
    
সঠিক উত্তরঃ ক 

17.  অর্ণব অর্থ কী? 

ক) সৈকত        খ) শৈল
গ) সুধাংশু         ঘ) সমুদ্র                 
             
সঠিক উত্তরঃ ঘ 

18.  কুলু শব্দের সঠিক অর্থ কী? 

ক) বংশ           খ) ফল বিশেধ
গ) নদীর তীর    ঘ) উপরের সবশুলো 

সঠিক উত্তরঃ ক 

19.  ধাতু বা প্রতির অন্ত্যধ্বনির আহগের ধ্বনির নাম কি? 

ক) উপধা         খ) অনুধা
গ) ব্যবধা         ঘ) শতধা 

সঠিক উত্তরঃ ক 

20.   প্রাতিপাদিকের সাথে যুত্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ 
পায় তার নাম কী ?
 
ক) কৃৎ             খ) বৃৎ
গ) হ                ঘ) ইৎ                   
           
সঠিক উত্তরঃ ঘ 










http://eunsetee.com/UXG7














No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close