উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট-০১
প্রশ্নঃ ১. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কত অংশ ?
(ক) প্রথম ১০টি চরণ (খ) শেষ ১২টি চরণ
(গ) প্রথম ১২টি চরণ (ঘ) শেষ ১০টি চরণ
#সঠিক উত্তরঃ (ক) প্রথম ১০টি চরণ
প্রশ্নঃ ২. বাংলা ভাষার উদ্ভব হয়-----
(ক) সপ্তম খ্রিস্টাব্দে (খ) সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
(গ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে (ঘ) খ্রিস্টীয় দ্বাদশ শতকে
#সঠিক উত্তরঃ (ক) সপ্তম খ্রিস্টাব্দে
প্রশ্নঃ ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম---
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) ঈশ্বরচন্দ্র শর্মা
(গ) ঈশ্বরচন্দ্র বন্ধ্যোপাধ্যায় (ঘ) ঈশ্বরচন্দ্র চট্রোপাধ্যায়
#সঠিক উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র বন্ধ্যোপাধ্যায়
প্রশ্নঃ ৪. ১৯ শতকের মুসলিম মহিলা কবির নাম---
(ক) নূরন্নেসা খাতুন খাতুন বিদ্যাবিনোদনী
(খ) বেগম রোকেয়া
(গ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
(ঘ) রহিমুন্নেসা
#সঠিক উত্তরঃ (ক) নূরন্নেসা খাতুন খাতুন বিদ্যাবিনোদনী
প্রশ্নঃ ৫. ১৯ শতকের প্রথম মুসলিম লেখক---
(ক) গোলাম হোসেন
(খ) হামিদুল্লাহ খাঁ
(গ) খন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
(ঘ) মীর মশাররফ হোসেন
#সঠিক উত্তরঃ (গ) খন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
প্রশ্নঃ ৬. ১৯ শতকের 'মহিলা' কাব্যের রচয়িতা কে ?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) সুরেন্দ্রনাথ মজুমদার (ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
#সঠিক উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ মজুমদার
প্রশ্নঃ ৭. নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন------
(ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
(খ) গোলাম মোস্তফা
(গ) মুহম্মদ রিয়াজ উদ্দিন আহমদ
(ঘ) দেবেন্দ্রনাথ সেন
#সঠিক উত্তরঃ (ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ৮. মধুসূদনের মৃত্যু কোথায় হয়---
(ক) ভার্সাই নগরে
(খ) আলিপুর হাসপাতালে
(গ) কলকাতা মেডিকেল কলেজে
(ঘ) সাগরদাঁড়ি নিজ বাসভবনে
#সঠিক উত্তরঃ (খ) আলিপুর হাসপাতালে
প্রশ্নঃ ৯. প্রথম বিয়োগান্ত নাটক---
(ক) ভদ্রার্জুন (খ) কীর্তিবিলাস
(গ) ছদ্মবেশ (ঘ) হরিশ্চন্দ্র
#সঠিক উত্তরঃ (খ) কীর্তিবিলাস
প্রশ্নঃ ১০. "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা" -- গানটির রচয়িতা কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) অতুল প্রসাদ সেন (ঘ) কাজী নজরুল ইসলাম
#সঠিক উত্তরঃ (খ) দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্নঃ ১১. 'আলালের ঘরে দুলাল'----
(ক) বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্থ
(খ)
No comments