কৃষি বিষয়ক প্রশ্ন পার্ট-০২
কৃষি বিষয়ক প্রশ্ন পার্ট-০২
(২১-৪০ )
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী পরিচালক,বৈজ্ঞানিক সহকারীসহ কৃষি বিষয়ক যাবতীয় চাকুরির প্রস্তুতির জন্য
২১। নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয় ?
ক)
বায়ুর আর্দ্রতা খ) বায়ুর চাপ গ) বৃষ্টিপাত ঘ) সমুদ্র স্রোত
#সঠিক উত্তরঃ ঘ
ব্যাখ্যাঃ
বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা,বৃষ্টিপাত ইত্যাদি জলবায়ুর উপাদান এবং কোন স্থানের সমুদ্রস্রোত,
সমুদ্র থেকে স্থানটির দূরত্ব, বনভূমির অবস্থান, ইত্যাদি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ।
২২। কৃষি কি ?
ক) বীজ বপন খ) জমি কর্ষণ করে ফসলের আবাদ করা
গ) জমি কর্ষণ ঘ) ফসলের আবাদ করা
#সঠিক উত্তরঃ খ
২৩। ঈশ কোন যন্ত্রের অংশ ?
ক) কোদাল খ) লাঙ্গল
গ) জোয়াল ঘ) নিড়ানি
#সঠিক উত্তরঃ খ
২৪। দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষীরা নিজেরাই ব্যবহার করেন ?
ক) ৬৫ খ)
৮৫ গ) ৭৫ ঘ) ৯৫
#সঠিক উত্তরঃ খ
২৫। খ্রীষ্টপূর্ব ২০০০ অব্দে এই ঊপমহাদেশের মানুষের প্রধান জীবিকা কী ছিল ?
ক) শিকার খ) শিল্প গ) ব্যবসা ঘ) কৃষি
#সঠিক উত্তরঃ ঘ
২৬। ধানের জন্য অসহ্য গরম তাপমাত্রা কত ?
ক)
৬ ডিগ্রী সেঃ খ) ১৫ ডিগ্রী সেঃ গ) ২৮ ডিগ্রী সেঃ ঘ) ৩৫ ডিগ্রী সেঃ
#সঠিক উত্তরঃ ঘ
২৭। সর্ব প্রথম বাংলাদেশে কৃষি গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক) ১৯০৮ সালে খ) ১৯০১
সালে গ) ১৯৮০ সালে ঘ) ১৯০৩ সালে
#সঠিক উত্তরঃ ক
২৮। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত ?
ক)
নিরক্ষীয় অঞ্চলে খ) মেরু অঞ্চলে
গ ) ক্রান্তিয়
অঞ্চলে ঘ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
#সঠিক উত্তরঃ গ
২৯। জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে ?
ক)
৪ ভাগে খ) ৬ ভাগে গ) ৮ ভাগে
ঘ) ২ ভাগে
#সঠিক উত্তরঃ খ
৩০। বাংলাদেশের কোন অঞ্চলে অনেক দ্বীপ আছে ?
ক)
ব-দ্বীপ অঞ্চলীয় সমভূমি অঞ্চল
খ) পাদদেশীয় সমভূমি অঞ্চল
গ)
কুমিল্লা সমভূমি অঞ্চল
ঘ) চট্রগ্রামের ঊপকূলবতী
সমভূমি অঞ্চল
#সঠিক উত্তরঃ ক
৩১। কৃষির মূল ক্ষেত্র কোনটি ?
ক) পানি খ) বীজ গ) সার ঘ) মাটি
#সঠিক উত্তরঃ ঘ
৩২। চাষকৃত শস্যের ফলন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
ক)
আবহাওয়া খ) জলবায়ু গ) বৃষ্টিপাত ঘ) বৃষ্টিপাত ও তাপ
#সঠিক উত্তরঃ ঘ
৩৩। লাঙ্গলের প্রধান অংশ কয়টি ?
ক)
২টি খ) ৩টি গ) ৪টি
ঘ) ৫টি
#সঠিক উত্তরঃ গ
৩৪। কোন ধরনের জমিতে ইউরিয়া প্রয়োগ করা ভাল ?
ক) শুকনা জমিতে খ)
চাষ দেওয়া জমিতে গ) কাঁদাময় জমিতে ঘ) যে কোন জমিতে
#সঠিক উত্তরঃ গ
৩৫। বোরো উৎপাদনে মোট খরচের কত শতাংশ সেচের জন্য খরচ হয় ?
ক) ২৮-৩০ শতাংশ খ)
৩০-৩২ শতাংশ
গ) ৩০-৩৫ শতাংশ ঘ) ৩৫-৪০ শতাংশ
#সঠিক উত্তরঃ ক
৩৬। উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি ?
ক) ২১ টি
খ) ১৯ টি গ) ১৭
টি ঘ) ১৫ টি
#সঠিক উত্তরঃ গ
ব্যাখ্যাঃ প্রশ্নে
যদি ১৮ টি থাকে তাহলে ১৮ টি হবে । আর
যদি ১৭ টি থাকে তাহলে ১৭ টি হবে । পুষ্টি
উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা-
মূখ্য পুষ্টি উপাদান (৯টি) এবং গৌণ পুষ্টি উপাদান (৮টি)(সূত্রঃ স্কুল পর্যায়ের কৃষি
ও বিজ্ঞান বোর্ড বই এবং ইন্টারনেট )
নামগুলো মনে রাখার
টেকনিকঃ মূখ্য পুষ্টি উপাদান - হাফসাও কালো মানুষ
পছন্দ করে না । এখানে, হা = হাইড্রোজেন, ফ=ফসসরাস, সা=সালফার, ও= অক্সিজেন,
কা=কার্বন, মা=ম্যাগনেশিয়াম, প=পটাশিয়াম, ক=ক্যালসিয়াম, না= নাইট্রোজেন । গৌণ পুষ্টি উপাদান- ম্যাম বোদ হয় তামাক,কলা
খাচ্ছে । এখানে,
ম্যা=ম্যাঙ্গানিজ, ম=মলিবডেনাম, বো=বোরণ, দ=দস্তা, তামা=তামা, ক=ক্লোরিন, ক=কোবাল্ট,
ল=লৌহ ।
৩৭। আবহাওয়া ও জলবায়ুকে নিচের কোন উপাদানটি প্রভাবিত করে না ?
ক)
সমুদ্রপৃষ্ট হতে উচ্চতা খ) জনসংখ্যার আধিক্য
গ) ভূমির প্রকৃতি ঘ) সমুদ্রস্রোত
#সঠিক উত্তরঃ খ
৩৮। বাংলাদেশে কৃষি গবেষণা ও কৃষি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক)
১৯০১ সালে খ) ১৯৫১ সালে গ) ১৯৫৭ সালে
ঘ) ১৯৫৮ সালে
#সঠিক উত্তরঃ গ
৩৯। ‘ব্লটার পরীক্ষা’ দ্বারা কি পরীক্ষা করা হয় ?
ক) চারার সতেজতা খ) বীজের বিশুদ্ধতা
গ) বীজের অঙ্কুরোদ্গম ঘ) পানিতে প্রাকৃতিক খাদ্য
#সঠিক উত্তরঃ গ
৪০। দোপাটি ফুলের বংশবিস্তার কি দিয়ে করা হয় ?
ক) কাটিং খ) বীজ গ)
গুটি কলম ঘ) দাবা কলম
#সঠিক উত্তরঃ খ
ব্যাখ্যাঃ যেসব
ফুলের বংশবিস্তার বীজ দিয়ে করা হয়- হে-
বাদক, দাঁড়াও । হে= হেলিক্রাইসাম,
ব=বোতাম, দ=দোপাটি, ক=কসমস ।
পরবর্তী আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।
এই অংশের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার
উপর ক্লিক করুন।
No comments