Google Ads

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন-২০১৯

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)
পদের নামঃ উপ-সহকারী কৃষি কর্মকর্তা
পরীক্ষাঃ ০২ আগষ্ট ২০১৯; সেট কোড-১




উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন-২০১৯




বাংলা অংশ  (১-১৫)

১। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ ? 

সঠিক উত্তরঃ (ঘ) বাক্য> বাইক্য

২। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ? 


সঠিক উত্তরঃ (ক) পদ্মগোখরা

৩। উজানের কৈ বাগধারাটির অর্থ কি ?

সঠিক উত্তরঃ সহজলভ্য

৪। ছোট ছোট ডাল কেটে ফেল এই বাক্যে ছোট ছোট কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

সঠিক উত্তরঃ (ঘ) আধিক্য বোঝাতে


৫। স্বভাবতই হয় এমন একটি শব্দের উদাহরণ ?

সঠিক উত্তরঃ মানুষ

৬। অর্ক শব্দটির অর্থ কী ?

সঠিক উত্তরঃ (খ) সূর্য

৭। সাম্পান কোন ভাষা হতে আগত শন্দ ?

সঠিক উত্তরঃ (খ) চীনা

৮। প্রতিক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

সঠিক উত্তরঃ (খ) প্রতি+ঈক্ষা

৯। বসন্ত কুমারী নাটকটির রচয়িতা কে ?

সঠিক উত্তরঃ (খ) মীর মোশাররফ হোসেন

১০। মাছের মা বাগধারাটির অর্থ কী ?

সঠিক উত্তরঃ (ক) নির্মম

১১। গায়ে হলুদ কোন সমাস এর উদাহরণ ?

সঠিক উত্তরঃ (ক) বহুব্রীহি

১২। বাংলা ভাষার শব্দের সগে বসে কোনটি ?

সঠিক উত্তরঃ (খ) উপসর্গ

১৩। এক কথায় প্রকাশ করুন যার চক্ষু লজ্জা নেই ___

সঠিক উত্তরঃ (ক) চশমখোর

১৪। চঞ্চল এর বিপরীত শব্দটি কোনটি ?

সঠিক উত্তরঃ (খ) অবিচল

১৫। নিচের কোনটি বানানটি শুদ্ধ ?

(ক) পরিষ্কার (খ) নমষ্কার
(গ) আস্পাদ   (ঘ) ধ্বংশ
(ঙ) কোনটিই নয় 

সঠিক উত্তরঃ (ক) ও (গ) দুটিই সঠিক


ইংরেজি অংশ (16-30)

Questions 16 to 20 : For each question select the word/phrase that appropriately fills in the gap.

16. All that glitters___ not gold

সঠিক উত্তরঃ (c) is

17. Please lean the ladder___ the wall 

সঠিক উত্তরঃ (c) Against

18. A serious play with a sad ending is called a ___
 
সঠিক উত্তরঃ  (d) Tragedy

19. The Police is looking____ the case. 

সঠিক উত্তরঃ (D) into

20. There is_____ milk in the bottle. 

সঠিক উত্তরঃ  (a) A little

21. Whice of the following is synonym to the word Strait?

A)  Direct              B) Conventional 
C) Channel         D) Straightforard                    E) None 
 

সঠিক উত্তরঃ  C) Channel


22. Which of the following is not a synonym to the word Diligence?

A)  Delightfulness         B) Thoroughness 
C) Meticulousness      D) Attentiveness  E) None

সঠিক উত্তরঃ  D) Attentiveness

23. Which of the following is an antonym to the word evolution?

A)  Devaluation             B) Development
C) Regress                   D) Griwth             E) None 


সঠিক উত্তরঃ   B) Development

24. Which of the following synonym to the word evaluation?

A)  assessment             B) appraisal
C) judgment                 D) All of these     E) None  

সঠিক উত্তরঃ  A) assessment

25. Abdul likes painting and_____. 

সঠিক উত্তরঃ  D) so do I

26. I Know that he will come. Here I know is____. 

সঠিক উত্তরঃ  C) Noun clause

27. I cut myself. Here myself is a/an_____. 

সঠিক উত্তরঃ  B) Reflective pronoun

28. Which of the following is the adjective form of heart?  

সঠিক উত্তরঃ  C) Heartening

29. Which of the following is the masculine gender of mare

সঠিক উত্তরঃ  A) Stallion

30. What is the verb of word ability? 

সঠিক উত্তরঃ  C) Enable

গণিত  (৩১-৪০)


৩১। ফারহান ৩০০ টাকা দিয়ে একটি ঘড়ি কিনে ২৫% লোকসানে বিক্রয় করলো। ঘড়িটি সে কত দামে বিক্রয় করলো ?  


সঠিক উত্তরঃ গ) ২২৫

৩২। একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য ২৪ ফুট হলে ঐ জমির ক্ষেত্রফল কত বর্গফুট?

  সঠিক উত্তরঃ  খ) ৫৭৬

৩৩। দুইটি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু. ১৫ হলে ল.সা.গু. কত ?

সঠিক উত্তরঃ গ) ৪০

৩৪। রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?  

সঠিক উত্তরঃ খ) ২৫০ টাকা

৩৫। একটি  সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ লিটার মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?

সঠিক উত্তরঃ ঙ) কোনটিই নয়

৩৬। রহমান ৭,০০০ টাকা বিনিয়োগ করে সরল সুদে মাসে ২৫২ টাকা আয় করেন। তিনি ১০,৫০০ টাকা বিনিয়োগ করে মাসে কত টাকা পাবেন?  

সঠিক উত্তরঃ ক) ৩৭৮ টাকা

৩৭। পিয়াল ও পুনমের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে পুনমের বয়স কত ?
 
সঠিক উত্তরঃ ক) ২৪ বছর

৩৮। একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত ? 

সঠিক উত্তরঃ ক) ২০ মিটার

৩৯। ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৪০ হলে পঞ্চম সংখ্যাটি কত ?  


সঠিক উত্তরঃ ঘ) ৬২

৪০। কোন লগিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৮ দ্বারা ভাগ করলে অবষ্ঠিত হবে যথাক্রমে ৫ এবং ৯ ?

   সঠিক উত্তরঃ  ঘ) ৪১

কৃষি অংশ  (৪১-৬০)


৪১। ক্ষারীয় মাটির পি.এইচ কত ?  

সঠিক উত্তরঃ ঘ) ৭ এর উপর

৪২। নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়?  

সঠিক উত্তরঃ গ) গর্জন

নোটঃ জীবন্ত বেড়া- যেমনঃ দুরন্ত বা কাটা মেহেদি, জবা, ঢোলকলমি, নিশিন্দা, কালমেঘ, বাবলা ও সরু বাঁশ ইত্যাদি লাগানো যেতে পারে

৪৩। নিচের কোন পোকার আক্রমণে ধানের চারার বৃদ্ধি কমে যায়, চারা ছোট হয়ে যাচ্ছে মনে হয় ও ফ্যাকাশে সবুজ দেখায়? 

সঠিক উত্তরঃ  খ) থ্রিপস

৪৪। মাছ চাষের পুকুরে কোন সময় অক্সিজেন সবচেয়ে কম থাকে ? 

সঠিক উত্তরঃ  ক) সকালে

৪৫। বর্তমানে বাংলাদেশে মাঠপর্যায়ে______ টি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র রয়েছে।


সঠিক উত্তরঃ  গ) ৩০ টি

৪৬। নিচের কোন শর্করাটি উদ্ভিদের কোষপ্রাচীরে পাওয়া যায় ? 

সঠিক উত্তরঃ  খ) সেলুলোজ

৪৭। নিচের কোনটি রাসায়নিক সারটি নাইট্রোজেনের অভাব পূরণ করে?

সঠিক উত্তরঃ  খ) ইউরিয়া

৪৮। ভ্রণাক্ষের যে অংশে বীজপত্র যুক্ত থাকে, তাকে কি বলে?

সঠিক উত্তরঃ  ঘ) ভ্রুণপর্ব

৪৯। নিচের কোনটি উফশী ধানের বৈশিষ্ট্য ? 

সঠিক উত্তরঃ  ঘ) A ও C  উভয়ই

৫০। বীজ কেনার সময় কোন রঙের ট্যাগ দেখে বোঝা যাবে যে এটা প্রত্যায়িত বীজ? 


সঠিক উত্তরঃ  খ) নীল

৫১। নিচের কোনটি ভূ-নিম্নস্থ কান্ড বা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে?

সঠিক উত্তরঃ  খ) আদা

৫২। ভেজাল টিএসপি সার চেনার উপায় কি ? 

সঠিক উত্তরঃ  ঙ) A, B, C সবগুলোই

৫৩। নিচের কোন গাছগুলোতে কপিসিং হয় ? 

সঠিক উত্তরঃ  ক) শাল, গামারি, কড়ই

৫৪। পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরী খাদ্য খাওয়ালে কোন রোগ হয় ?  

সঠিক উত্তরঃ  ঘ) যকৃত ফুলে যাওয়া

৫৫। কোন জাতীয় ধানের চাষাবাদ সম্পূর্ণ সেচ নির্ভর?

সঠিক উত্তরঃ  খ) বোরো

৫৬। বাংলাদেশে স্বল্পমেয়াদী ফলের মধ্যে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয় ?

সঠিক উত্তরঃ  গ) কলা

৫৭। নিচের কোনটি বহুবর্ষজীবি আগাছা ?

সঠিক উত্তরঃ  ঘ) মুথা 

৫৮। বাংলাদেশে কয়টি ইকো পার্ক আছে ? 

সঠিক উত্তরঃ  গ) ৪টি

৫৯। সালোকসংশ্লেষণের অন্ধকার বিক্রিয়ায় গতিপথ কয়টি ?

সঠিক উত্তরঃ  খ) ৩টি

৬০। নিচের কোন গাছটি পাতা কাটিং এর মাধ্যমে বংশবিস্তার করতে পারে ?

সঠিক উত্তরঃ  খ) পাথরকুঁচি

সাধারণ জ্ঞান  (৬১-৮০)


৬১। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?  

সঠিক উত্তরঃ  গ) ৮

৬২। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?

সঠিক উত্তরঃ  গ) ডাউকি

৬৩। ষ্ট্যাচু অব পিচ কোথায় অবস্থিত ? 

সঠিক উত্তরঃ  গ) নাগাসাকি

৬৪। জাপানের আইনসভার নাম কি ? 

সঠিক উত্তরঃ  খ) ডায়েট

৬৫। বাংলাদেশের মসলা গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত ? 

সঠিক উত্তরঃ  ক) বগুড়া

৬৬। বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে ? 

সঠিক উত্তরঃ  খ) দিনাজপুর

৬৭। বার্লিন কোন দেশের রাজধানী ? 

সঠিক উত্তরঃ  গ) জার্মানী

৬৮। ২০১৯ সালে পরিচালিত কৃষিশুমারি বাংলাদেশের কততম কৃষিশুমারি ?

সঠিক উত্তরঃ  ঙ) কোনটিই নয়      ( সঠিক উত্তরঃ ৬ষ্ঠ কৃষি শুমারি)
 
৬৯। বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত ? 

সঠিক উত্তরঃ  ক) কুমিল্লা

৭০। Food and Agriculture Organization (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?  

 সঠিক উত্তরঃ  খ) ইতালি

৭১। বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয় ? 

সঠিক উত্তরঃ  ক) ৫৭

৭২। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ? 

সঠিক উত্তরঃ  খ) চীন

৭৩। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে ? 

সঠিক উত্তরঃ  ক)  ১১টি

৭৪। ‘কাটারীভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জায়গা ?

সঠিক উত্তরঃ  ক) দিনাজপুর

৭৫। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি ?

সঠিক উত্তরঃ  ক) বান্দরবন

৭৬। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ? 

সঠিক উত্তরঃ  ক) দক্ষিণ আফ্রিকা

৭৭। ঢাকা মেট্রো রেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত কিলোমিটার?

সঠিক উত্তরঃ  গ) ২০  ( সঠিক উত্তরঃ ২০.১ মিটার)  

৭৮। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 

সঠিক উত্তরঃ  ঘ) ফ্রান্স

৭৯। নিউজিল্যান্ড এর নাগরিকত্বরা কি নামে পরিচিত ? 

সঠিক উত্তরঃ  খ) কিউই  

৮০। এপিকালচার বলতে কি বঝায় ? 

সঠিক উত্তরঃ  ক) মৌমাছি পালন 


 এই অংশের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন।








ডাউনলোড




http://eunsetee.com/QRNU






ডাউনলোড













No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close