কৃষি বিষয়ক মডেল টেষ্ট-২
মডেল টেষ্ট-২
Posted by- Emran Hossain
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
১১। প্রচলিত ধান ভাঙ্গানোর যন্ত্র কোনটি ?
ক) পাওয়ার পাম্প খ) মাড়াই
গ) পাওয়ার থ্রেসার ঘ) কোনটিই নয় উত্তরঃ গ
১২। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান
কর্তৃক বাধাকপির জাত কোনটি ?
ক) ময়না খ) আকবর
গ) বরকত ঘ) প্রভাতী উত্তরঃ
ঘ
১৩। গলদা চিংড়ির ডিমের পরিস্ফুটন হয় কোথায় ?
ক) বিলে খ) খালে
গ) নদীতে ঘ) সাগরে উত্তরঃ গ
১৪। ভূনিম্নস্থ রূপান্তরিত কান্ড কোনটি ?
ক) গুড়ি কন্দ খ) শল্ক কন্দ
গ) রাইজোম ঘ) কোনটিই নয় উত্তরঃ
খ
১৫। তুঁত কোন শিল্পে ব্যবহৃত হয় ?
ক) নাইলন শিল্পে খ) কটন শিল্পে
গ) চামড়া শল্পে ঘ) লবণ শিল্পে উত্তরঃ ক
১৬। পানির রং সবুজ হলে কি করতে হবে ?
ক) সার দিতে হবে খ) সার দেওয়া বন্ধ করতে হবে গ) চুন দিতে হবে ঘ) লবণ দিতে হবে উত্তরঃ খ
১৭। বীজ সংরক্ষণে পানি ও লবণের অনুপাত কত ?
ক) ১০:৩ খ) ১০:২ গ) ১০:১ ঘ) ১০:৪ উত্তরঃ গ
১৮। কীসের অভাবে ডিমের খোসা পাতলা হয় ?
ক) লৌহ খ) ফসফরাস
গ) ম্যাগনেশিয়াম ঘ) ক্যালসিয়াম উত্তরঃ ঘ
১৯। লৌহের অভাবে পশুর কী লক্ষণ দেখা যায় ?
ক) বদ হজম খ) রক্তশূন্যতা গ) পেট ফাঁপা
ঘ) ক্ষুধামন্দা উত্তরঃ খ
২০। কোন পদার্থের অভাবে মুরগির ডিম খাওয়ার
অভ্যাস সৃষ্টি হয় ?
ক) পানি খ) জৈব
গ) রাসায়নিক ঘ) খনিজ উত্তরঃ
ঘ
ভাল হয়েছে
ReplyDeleteভাল মনে হচ্ছে । এই বই টি কি সারা বাংলাদেশে পাওয়া যাবে ।
ReplyDelete