সংসদ ভবন
✿ জাতীয় সংসদ ভবন সম্পর্কিত তথ্য ✿
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
posted by- Emran Hossain
● জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত???~ ঢাকার শেরে বাংলা নগরে.
● জাতীয় সংসদ ভবনের স্থপতি কে???
~ প্রখাত মার্কিন স্থপতি লুই আই কান.
● জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু
হয়???
~ ১৯৬১ সালে.
● জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কত
সালে???
~ ২৮ জানুয়ারি ১৯৮২ সালে
( তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার).
● জাতীয় সংসদ ভবন কয় কক্ষ বিশিষ্ট???
~ এক কক্ষ বিশিষ্ট.
● জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট???
~ ৯ তলা ( উচ্চতা-১৫৫ ফুট ৮ ইঞ্চি).
● জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর
অবস্থিত???
~ ২১৫ একর.
● বর্তমান জাতীয় সংসদ ভবনের পূর্বে
কোথায় জাতীয় সংসদের অধিবেশন
বসত???
~ বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়.
● জাতীয় সংসদের প্রতীক কি???
~ শাপলা ফুল.
● কোন বিদেশি রাষ্টপ্রধান প্রথম
জাতীয় সংসদে ভাষন দেন???
~ যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট
মার্শাল যোশেফ টিটো.
চলবে.....সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন । নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান ।ধন্যবাদ ।
No comments