Google Ads

মডেল টেষ্ট

মডেল টেস্ট-৩

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের নিয়োগ পরীক্ষার জন্য

Posted by- Emran Hossain ১. ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
ক) রাজশাহী খ) রংপুর

গ) কুষ্টিয়া ঘ) সিরাজগঞ্জ-
২. বাংলা ছন্দ কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৩. 'করী' শব্দের অর্থ কি?
ক) কোনো কিছু করা খ) কৃত
গ) হাতি ঘ) ময়ূর
৪. কোন বাক্যটি শুদ্ধ?
ক) আমার কথাই প্রমাণ হলো
খ) আমার কথাই প্রমাণিত হলো
গ) আমার কথাই প্রামাণ্য হলো
ঘ) আমার কথাই প্রমাণীত হলো
৫. হরিণ এর সমার্থক শব্দ কোনটি?
ক) মাতঙ্গ খ) তুরঙ্গ
গ) কুরঙ্গ ঘ) ভৃঙ্গ
৬. 'তেলেভাজা' এর ব্যাসবাক্য কোনটি?
ক) তেলেভাজা খ) তেল দিয়ে ভাজা
গ) তেলে ডুবিয়ে ভাজা ঘ) তেলের মধ্যে ভাজা
৭. রাষ্ট্রপতি কোন লিঙ্গ?
ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ
গ) উভলিঙ্গ ঘ) ক্লীবলিঙ্গ
৮. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক) প্র খ) সম
গ) নি ঘ) অঘা
৯. 'সুবচন নির্বাসনে, নাটকটির রচয়িতা কে?
ক) সেলিম আল দীন খ) আব্দুল্লাহ আল মামুন
গ) মামুনুর রশীদ ঘ) আসকার ইবনে শাইখ
১০. 'চন্দ্র দ্বীপের উপাখ্যান' এর রচয়িতা কে?
ক) শামসুর রহমান খ) সৈয়দ শামসুল হক
গ) আব্দুল গাফফার চৌধুরী ঘ) শওকত ওসমান
১১. কোনটি ব্যতিক্রম?
ক) নীড় সন্ধানী খ) নিষুতি রাতের গাথা
গ) রাইফেল রোটি আওরাত ঘ) নদী নিঃশেষিত হলে
১২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি?
ক) দেনা পাওনা খ) সমাপ্তি
গ) খোঁয়ারি ঘ) শকুন্তলা
১৩. কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?
ক) কাজী নজরুল ইসলাম খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) নবীনচন্দ্র
১৪. আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
ক) বিহারীলাল চক্রবর্তী খ) গোবিন্দচন্দ্র দাস
গ) মোজাম্মেল হক ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর
১৫. রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্যেও মূল পৃষ্ঠপোষক কে ছিলেন?
ক) আলাওল খ) সৈয়দ সুলতান
গ) দৌলত উজির বহরম খান ঘ) মাগন ঠাকুর
১৬. বাংলা টপ্পা গানের জনক কে?
ক) নিতাই বৈরাগী খ) রামনিধি গুপ্ত
গ) এন্টনি ফিরিঙ্গ ঘ) ফকির গরিবুল্লাহ
১৭. সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক) আইন ই আকবরি খ) ঐতরেয় আরণ্যক
গ) উপনিষদ ঘ) মহাভারত
১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮১৮ খ) ১৮২১
গ) ১৮১৯ ঘ) ১৮২০
১৯. সংবাদ রত্নাবলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত খ) প্রমথ চৌধুরী
গ) মীর মশাররফ হোসেন ঘ) রামমোহন রায়
২০. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই'- কার লেখা?
ক) মদনমোহন তর্কালঙ্কার খ) কুসুমকুমারী দাস
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
২১. কুমিল্লার পূর্ব নাম কি?
ক) সুধারাম খ) সুবর্ণগ্রাম
গ) ত্রিপুরা ঘ) নাসিরাবাদ
২২. আরব লিগের সদর দপ্তর কোথায়?
ক) কায়রো খ) বাগদাদ
গ) দামেস্ক ঘ) তেহরান
২৩. বস্নু হাউস- কী?
ক) গানের দল
খ) অনাথ আশ্রম
গ) লিবিয়ার রাষ্ট্রপতির বাসভবন
ঘ) কোরিয়ার রাষ্ট্রপতি ভবন
২৪. গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘর্ষের কারণ?
ক) মিসর-ইসরাইল খ) সিরিয়া ইসরাইল
গ) কোরিয়া-জাপান ঘ) জাপান-চীন
২৫. তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?
ক) কুমিল্লা খ) চাঁদপুর
গ) ব্রাহ্মণবাড়িয়া ঘ) নোয়াখালি
২৬. রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার কোন বিধি বলে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন?
ক) ৫২(১) খ) ৫২(২)
গ) ৫৪ ঘ) ৫৬
২৭. পতাকা দিবস কবে?
ক) ২ মার্চ খ) ১ মার্চ
গ) ৭ মার্চ ঘ) ১৭ মার্চ
২৮. আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি?
ক) সুদান খ) লিবিয়া
গ) মিসর ঘ) আলজেরিয়া
২৯. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়-
ক) ২০১০ সালে খ) ২০১১ সালে
গ) ২০০৯ সালে ঘ) ২০০৮ সালে
৩০. প্রথম স্বাধীনতা কাপ ফুটবলের চ্যাম্পিয়ন কে?
ক) আবাহনি খ) মুক্তিযোদ্ধা
গ) ওয়ারি ঘ) মোহামেডান
৩১. ২০১৩ সালে সার্কের শুভেচ্ছা দূত কে নিযুক্ত হন?
ক) অমর্ত্য সেন খ) রুনা লায়লা
গ) শচীন টেন্ডুলকার ঘ) শাহরুখ খান
৩২. অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট প্রাণী কোনটি?
ক) কাঠবিড়ালি খ) রয়্যাল বেঙ্গল টাইগার
গ) মিশুক ঘ) হাতি
৩৩. জিডিপিতে র‌্যামিটেন্সের অবদানে শীর্ষ দেশ কোনটি?
ক) লাইবেরিয়া খ) ভারত
গ) তাজিকিস্তান ঘ) বাংলাদেশ
৩৪. বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায়?
ক) গাজীপুর খ) ভোলা
গ) রংপুর ঘ) মুন্সীগঞ্জ
৩৫. বাংলাদেশে এ পর্যন্ত কতজন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন?
ক) ১৮ খ) ২০
গ) ১৭ ঘ) ১৯

৩৬. 'পদ্মশ্রী' পুরস্কার পান প্রথম কোন বাংলাদেশি?
ক) কবি সুফিয়া কামাল খ) রুনা লায়লা
গ) ঝর্নাধারা চৌধুরী ঘ) নীলিমা ইব্রাহিম
৩৭. বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্ম কবে?
ক) ১৮৯১ খ) ১৮৯৩
গ) ১৮৮১ ঘ) ১৮৯৭
৩৮. 'টেস্ট টিউব বেবি' র জনক কে?
ক) স্যার আইজ্যাক অ্যাডওয়ার্ডস
খ) স্যার রবার্ট অ্যাডওয়ার্ডস
গ) স্যার হেনরিক ফিলিপ
ঘ) ফিল র‌্যামন
৩৯. বাংলাদেশের প্রথম নারী ছত্রীসেনার নাম কি?
ক) ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস
খ) মেজর নুসরাত নুর
গ) ক্যাপ্টেন রিজোয়ানা নুর
ঘ) মেজর জিনাতুল ফেরদৌস
৪০. দেশের প্রথম শিশু সংবাদ মাধ্যমের নাম কি?
ক) পিপীলিকা খ) হ্যাভেন
গ) বেবিনিউজ ঘ) হ্যালো
৪১. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?
ক) ২১৭ খ) ২৪৮
গ) ২৬৮ ঘ) ২২৪
৪২. ৬৪ কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
ক) .৬ কেজি খ) ১১.৫ কেজি
গ) ৫৬ কেজি ঘ) ৪৮ কেজি
৪৩. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ-
ক) ১৪ লিটার খ) ৬ লিটার
গ) ১০ লিটার ঘ) ৪ লিটার
৪৪. ক এর বেতন খ অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম?
ক) ২৫.৫ টাকা খ) ২৫.৯৩ টাকা
গ) ৪০ টাকা ঘ) ৪০.৫৩ টাকা
৪৫. একটি সাবানের আকার ৫ সে:মি:দ্ধ ৪ সে:মি:দ্ধ ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি: প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
ক) ২৬৪০টি খ) ১৩২০টি
গ) ৩৬০০টি ঘ) ৫২৪০টি
৪৬. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক) ৯১ খ) ৬৩
গ) ৯৩ ঘ) ৫৯
৪৭. পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে_
ক) ৯ খ) ১২
গ) ১৪ ঘ) ১৫
৪৮. একটি পণ্যের উপর প্রথমে ২০% এবং পরে ১৫% মূলহ্রাস দেয়া হলে মোট মূল্যহ্রাসের পরিমাণ কত?
ক) ৩০% খ) ৩৪%
গ) ৩২% ঘ) ৩৫%
৪৯. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ সে.মি. হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
ক) ১৫৬ বর্গ সে.মি. খ) ১৬৪ বর্গ সে.মি.
গ) ২১৮ বর্গ সে.মি. ঘ) ১২৮ বর্গ সে.মি.
৫০. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৫ খ) ৩
গ) ৭ ঘ) ৬
৫১. ৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫,.. এই সিরিজের পরবর্তী সংখ্যা কোনটি?
ক) ১৬৯ খ) ২২৫
গ) ২৫৬ ঘ) ২৭২
৫২. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৫, ৬, ৭ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ১৬ খ) ১৭
গ) ১৪ ঘ) ১৫
৫৩.ধান একটি
ক) বায়ুপরাগী উদ্ভিদ
খ) পতঙ্গ-পরাগী উদ্ভিদ
গ) পাতা-পরাগী উদ্ভিদ
ঘ) পুষ্প-পরাগী উদ্ভিদ
৫৪. সৌরকোষের বিদ্যুৎ রাতের ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে-
ক) ট্রান্সফরমার খ) জেনারেটর
গ) স্টোরেজ ব্যাটারি ঘ) ক্যাপাসিটর
৫৫. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
ক) একই হয় খ) কম হয়
গ) বেশি হয় ঘ) ২৫% কম হয়
৫৬. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
ক) ৫ কি. মি খ) ১০ কি. মি
গ) ২৭ কি. মি ঘ) ১০ নিউটন
৫৭. টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়?
ক) ১ খ) ২
গ) ৩্ত ঘ) ৪
৫৮. কোনটি বায়ুর উপাদান নয়?
ক) নাইট্রোজেন খ) হাইড্রোজেন
গ) কার্বন ঘ) ফসফরাস
৫৯. পারমাণবিক চুলি্লতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক) সোডিয়াম খ) পটাসিয়াম
গ) ম্যাগনেসিয়াম ঘ) আয়রন
৬০. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
ক) অপবর্তনের কারণে খ) আলোর বিচ্ছুরণের কারণে
গ) বায়ুম-লীয় প্রতিসরণে ঘ) দৃষ্টিভ্রমে
৬১. সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র কোনটি?
ক) ক্রনোমিটার খ) কম্পাস
গ) সিসমোগ্রাফ ঘ) হাইগ্রোমিটার
৬২. নাড়ির স্পন্দন প্রবাহিত হয়_
ক) শিরার ভেতর দিয়ে খ) স্নায়ুর ভেতর দিয়ে
গ) ধমনীর ভেতর দিয়ে ঘ) লসিকার ভেতর দিয়ে
৬৩. পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান_
ক) ৮ ঘণ্টা খ) ১২ ঘণ্টা
গ) ৬ ঘণ্টা ঘ) ৮ ঘণ্টা ৩০ মিনিট
৬৪. কোথায় সাঁতার কাটা সহজ?
ক) পুকুরে খ) নদীতে
গ) সাগরে ঘ) বিলে
৬৫. 'এভিকালচার' বলতে কী বোঝায়?
ক) উড্ডয়ন সংক্রান্ত বিদ্যা খ) মৌমাছি চাষ বিদ্যা
গ) মৎস্য চাষ বিদ্যা ঘ) পাখিপালন বিদ্যা
৬৬. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরানোর কারণ
ক) কম্পিউটার খ) অফসেট পদ্ধতি
গ) প্রসেস ক্যামেরা ঘ) ফটো লিথোগ্রাফ
৬৭. মানবতাবিরোধী অপরাধের জন্য কাদের মোল্লার রায় ঘোষণা হয় কবে?
ক) ৫ ফেব্রুয়ারি ২০১৩ খ) ৬ ফেব্রুয়ারি ২০১৩
গ) ৫ জানুয়ারি ২০১৩ ঘ) ৬ জানুয়ারি ২০১৩
৬৮. সম্প্রতি ৬ দফার অনুসরণে কোথায় ৬ দফা দাবি উত্থাপন করা হয়?
ক) গণজাগরণ মঞ্চ ঢাকায় খ) দক্ষিণ সুদানে
গ) বেলুচিস্তানে ঘ) পাকিস্তানের সোয়াত উপত্যকায়
৬৯. ইমরান খানের দলের নাম কি?
ক) তেহরিক ই ইনসান খ) তেহরিক ই ইনসাফ
গ) তেহরিক ই পাকিস্তান ঘ) তেহরিক ই ইমরান
৭০. �If god did not exist, it is necessary to invent him�- who told this?
ক)Bernard shaw খ) goethe
গ)voltaire ঘ) butler
৭১. �the end of history and the last man� Written by-
ক) Francis Fukuyamma খ) Robert frost
গ) Sartre ঘ) Samuel Huntington
৭২. FEATHERS : PLUCK ::
a)goose : duck b) garment : weave
c) car : drive d) wool : shear
৭৩. Music : Guitar ::
a) stamping : noise b) water : ocean
c) windows : house d) words : typewriter
৭৪. Oxygen : Respiration ::
a) improvement : care
b) camera : photography
c) sunlight : photosynthesis
d) drama : acting
৭৫. One of the four sentences, given below, is grammatically wrong choose the wrong sentence :
ক) The land is belonged to an old lady
খ) They parted from one another suddenly
গ) The leader expressed himself forcibly
ঘ) Mother bought me an icecream
৭৬. While living in poverty, the poet hat to � a great deal of sufferings.
ক)see through খ) put up with
গ) rass by ঘ) fall back
৭৭. wordsworth introduced the readers � a new kind of poetry.
ক) with খ) at
গ)to ঘ) by
৭৮.one of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:-
a) He has no desire for fame
b) I intend going to Rajshahi
c) He is too miserly to part with his money
৭৯. Choose the correct alternative: I don�t mind __ with the cooking but I am not going to was the dishes.
a) for helping b) to held
c) help d) helping
৮০. How did you come � this picture?
a) off b) by
c) to d) at
৮১. His patience bore him �- in that crisis.
a) up b) on
c) out d) with
৮২. Ambition is �of his life.
a) pros b) part
c) odds d) off
৮৩. A rolling stone gathers no moss. what rolling� is ?
a) Gerund b) Participle
c) Verbal noun d) Adjective
৮৪. The word �imbibe� means �-
a)to drink b) to bribe
c) to flash d) thinking
৮৫. The verb of the word �shortly� is �-
a)short b) Shortage
c) shorten d) shorting
৮৬. The ministers arrived __________ a decision last night .
a) on b) in
c) of d) at
৮৭. He is devoid ______ common sense.
a)to b) of
c) from d) onto
৮৮. He fantasized _________ winning the lottery.
a) about b) of
c) during d) on
৮৯. Who is the father of modern democracy?
a)Abraham Linkon
b) George Washington
c) John Locke
d) Aristotle
৯০. Old Name of �Ethiopia� is-
a) Abisynia b) Abeyssinia
c) Abyssynia d)Abyssinia
৯১. দেশের একমাত্র কৃষিভিত্তিক
ক. উত্তরা, নীলফামারী খ. মেঘনা, মুন্সীগঞ্জ
গ. আদমজী, নারায়ণগঞ্জ ঘ. ঈশ্বরদী, পাবনা
৯২. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য-
ক. ৫.০৩ কি.মি খ. ৬.৮০ কি.মি
গ. ৪.৮০ কি.মি ঘ. ৬.১৫ কি.মি
৯৩. ২০১০ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান
ক. ১২৮ তম খ. ১২৯ তম
গ. ১৩০ তম ঘ. ১৪৫ তম
৯৪. আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তা-
ক. টেলকট পারসন্স খ. ম্যাক্স ভেবার
গ. হার্বার্ট স্পেন্সা ঘ. ডুর্কখেইম
৯৫. ইসলামী সম্মেলন সংস্থার সদস্য সংখ্যা কত?
ক) ৫৭ খ) ৫৮
গ) ৫৬ ঘ) কোনোটিই নয়।
৯৬. জোট নিরপেক্ষ আন্দোলন কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৬১ খ) ১৯৫১
গ) ১৯৭১ ঘ) কোনোটিই নয়।
৯৭. ইউরো একক মুদ্রা হিসেবে চালু হয় কত সালে?
ক) ১৯৯৯ খ) ১৯৯১
গ) ২০০০ ঘ) ২০০২
৯৮. আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা কত সালে গঠিত হয়?
ক) ১৯৫১ খ) ১৯৪১
গ) ১৯৬১ ঘ) কোনোটি না।
৯৯. সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) কোনোটি না।
১০০. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ?
ক) ২৭ খ) ২৬
গ) ২৮ ঘ) কোনোটি নয়।

সঠিক উত্তরঃ
১। ঘ ২। খ ৩। গ ৪। খ ৫। গ ৬। ক ৭। গ ৮। ঘ  ৯। খ ১০। গ ১১। ঘ ১২। ক ১৩। গ ১৪। ক ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। ঘ ১৯। ক ২০। গ ২১। গ ২২। ক ২৩। ঘ ২৪। খ ২৫। গ ২৬। গ ২৭। ক ২৮। ঘ ২৯। ক ৩০। ঘ ৩১। খ ৩২। ক ৩৩। গ ৩৪। খ ৩৫। গ ৩৬। গ ৩৭। ক ৩৮। খ ৩৯। ক ৪০। ঘ ৪১। ঘ ৪২। গ ৪৩। ঘ ৪৪। খ ৪৫। ক ৪৬। ঘ ৪৭। খ ৪৮। গ ৪৯। ঘ ৫০। খ ৫১। গ ৫২। ঘ ৫৩। ক ৫৪। গ ৫৫। ক ৫৬। ঘ ৫৭। গ ৫৮। ঘ ৫৯। ক ৬০। গ ৬১। ক ৬২। গ ৬৩। ক ৬৪। গ ৬৫। ঘ ৬৬। ঘ ৬৭। ক ৬৮। গ ৬৯। খ ৭০। খ ৭১। ঘ ৭২। ঘ ৭৩। ঘ ৭৪। গ ৭৫। ঘ ৭৬। খ ৭৭। গ ৭৮। খ ৭৯। ক ৮০। ঘ ৮১। ক ৮২। খ ৮৩। ঘ ৮৪। ক ৮৫। গ ৮৬। ঘ ৮৭। খ ৮৮। ক ৮৯। গ ৯০। ঘ ৯১। ঘ ৯২। ঘ ৯৩। খ ৯৪। খ ৯৫। ক ৯৬। ক ৯৭। ঘ ৯৮। ক ৯৯। খ ১০০। ক
চলবে....সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন । নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান । ধন্যবাদ । 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close